Thursday, November 6, 2025

বাড়াবাড়ি দেখলেই ‘রাম নাম সত্য’ হবে! ভোটের প্রচারে গিয়ে ফের চেনা মেজাজে যোগী

Date:

ভোটের দিন (Loksabha ELection) যতই এগিয়ে আসছে জোরকদমে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আর ভোট এগিয়ে আসতেই ফের চেনা মেজাজে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এবার সরাসরি ‘রাম নাম সত্য’ করার হুঁশিয়ারি দিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যোগীর সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারন মানুষকে ভয় দেখিয়ে নিজের রাজত্ব কায়েম করতে চাইছেন যোগী আদিত্যনাথ। আর সেকারণে একের পর এক ‘জুজু’ দেখিয়ে ফের নিজের হিটলারি মেজাজকেই সামনে আনলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh)।

আসন্ন লোকসভা নির্বাচনে যোগীরাজ্যের আলিগড় কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সতীশ কুমার গৌতম। আগামী ২৬ এপ্রিল সেখানে নির্বাচন। শুক্রবার সেই প্রার্থীর সমর্থনে প্রচারসভায় অংশ নেন যোগী। সেখান থেকেই রাজ্যের গুন্ডা-অপরাধীদের কড়া ভাষায় হুমকি দেন তিনি। সাফ জানান, কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। তাদের পরিণতি আরও ভয়ানক হবে। যোগী সাফ জানান, আগে মানুষ ভাবত, দুর্বৃত্তদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমি সাফ জানাচ্ছি অপরাধীদের হাল বেহাল হয়ে যাবে। আমরা কথা কম বলি আর কাজ বেশি করি।

অন্যদিকে, এদিন সমাজে মহিলাদের ‘নিরাপত্তা’ নিয়েও সুর চড়ান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। আমরা শুধু রামকেই আনি না, মেয়ে আর ব্যবসায়ীদের জন্য যারা ভয়ের কারণ হয়ে ওঠে, তাদের রাম নাম সত্যও করে দিই। আমরা রামের নামে জীবন কাটাই। রাম ছাড়া জীবন অসম্পূর্ণ। কিন্তু কেউ সমাজের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠলে তার রাম নাম সত্য করতেও ছাড়ব না।

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version