বাড়িতে জল পড়া নিয়ে বিবাদ! প্রাণ গেল এক ব্যক্তির, গ্রেফতার ২

বাড়ির সামনে অপরিষ্কার জল জমা নিয়ে বিবাদ! আর এই ‘মামুলি’ বিবাদে রক্তারক্তি কাণ্ড! ওয়াটগঞ্জের খুনের রেশ কাটতে না কাটতেই এবার গার্ডেনরিচে এক প্রতিবেশীর লোহার রডের আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ আনিস। তাঁর বাড়ির সামনে পাশের বাড়ি থেকে রোজই অপরিষ্কার জল পড়ত বলে অভিযোগ। বাড়ির সামনে অপরিষ্কার জল জমার কারণে অশান্তি লেগে থাকত প্রতিবেশীদের সঙ্গে বলে জানান মৃত ব্যক্তির ছেলে মহম্মদ আতিফ। শুক্রবারও তার অন্যথা হয় নি। শুক্রবার রাতে জমা জলকে কেন্দ্র করে তাঁর বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতিবেশীরা। বাদানুবাদের মধ্যেই আচমকাই লোহার রড় দিয়ে তাঁর বাবাকে মারা হয় বলে জানিয়েছেন আতিফ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁর বাবা। বাবাকে বাঁচাতে গেলে তাঁকেও হেনস্থা করা হয় বলে। এরপর কোনওরকমে রক্তাক্ত অবস্থায় তাঁর বাবাকে উদ্ধার করে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে সেখান তাঁর বাবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এই ঘটনায় আপাতত চার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে গার্ডেনরিচ থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ায় গার্ডেনরিচ এলাকায়।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারই সাফল্যের চাবিকাঠি! ভোটের মুখে তৃণমূলে নাম লেখালেন লক্ষাধিক মহিলা!