Sunday, August 24, 2025

সুপার সানডে: রবিবাসরীয় রোড শো-তে আজ ঘাটালে অভিষেক-দেব

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রাক্কালে বাংলার বুকে অন্যতম মেগা রোড শো হতে চলেছে ৭ এপ্রিল। একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে (Dev) দেখতে চলেছেন ঘাটালবাসী। রবিবাসরীয় দুপুরে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের গেট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ঘাটালের ঘাসফুল প্রার্থী। সুপার সানডে-তে জনপ্লাবনের রেকর্ড তৈরি হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস (TMC)।

কখনও উত্তর আবার কখনও দক্ষিণ, নিজের লোকসভা কেন্দ্রের বাইরে সমানে প্রচার ও সাংগঠনিক বৈঠক করে চলেছেন অভিষেক (Abhishek Banerjee)। অভিনেতা দেব (Dev) প্রার্থী ঘোষণার পর থেকেই পড়ে রয়েছেন নিজের সংসদীয় এলাকায়। অন্যদিকে সৌজন্য রাজনীতির অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন টলিউডের সুপারস্টার। হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Constituency) ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দেব। এবার সেখানে পদ্মের প্রার্থী হয়েছেন হিরন্ময় চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। শুরু থেকেই যিনি কুৎসার রাজনীতি করে চলেছেন। যদিও তাতে আমল দিতে নারাজ দীপক অধিকারী (Dev)। ঘাটালে এবার সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা এবং অভিষেকের আশ্বাসে ঘাটালবাসীর স্বপ্নপূরণে আত্মবিশ্বাসী দেব (দীপক অধিকারী)। এই পরিস্থিতিতে দেবের সমর্থনে রবিবার প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রা হোক বা জনগর্জন সভা -তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকা মানেই জনসুনামির রেকর্ড। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত টানা দু’মাস যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছিলেন অভিষেক, তাতে জনসমর্থনের নয়া ইতিহাস তৈরি হয়েছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমান স্থানীয়রাও।এর সঙ্গে থাকবেন দেব। সব মিলিয়ে ভিড়ের নিরিখে ঘাটালের রাস্তা কলকাতার রাজপথে পরিণত হবে বলে মনে করছে জেলার নেতৃত্ব।


spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...