Wednesday, November 12, 2025

আজ ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে আইএসএল-এর ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি। কান্তিরাভায় বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলের প্রথম পর্বের ম্যাচে নাওরেম মহেশের গোলে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবার যুবভারতীতে ঘরের মাঠে প্রতিশোধের ম্যাচ লাল-হলুদের। সেই সঙ্গে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে হারিয়ে শেষ ম্যাচ পর্যন্ত প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখার পরীক্ষা সাউল ক্রেসপো, ক্লেটন সিলভাদের।

পয়েন্ট টেবলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বেঙ্গালুরু। ষষ্ঠ দল হিসেবে প্রথম ছয়ে থাকার দৌড়ে এগিয়ে রয়েছে চেন্নাইয়ান এফসি। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ২৪। ১৯ ম্যাচে ২০ পয়েন্টে থাকা নর্থইস্টের কাছেও সুযোগ রয়েছে প্রথম ছয়ে থাকার। ফলে ইস্টবেঙ্গলকে তাদের শেষ দু’টি ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়ান ও নর্থইস্টের ম্যাচের দিকেও। তাই বেঙ্গালুরু দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত বলে দিলেন, দুটো ম্যাচই ফাইনাল। জেতা ছাড়া কোনও রাস্তা নেই।

তাঁর পুরনো দলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামার আগে কুয়াদ্রাতের চিন্তা ধারাবাহিকতার অভাব নিয়ে। আইএসএলে এখনও পর্যন্ত টানা দুটো ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। আর এটাই ভাবাচ্ছে কুয়াদ্রাতকে। বেঙ্গালুরুকে হারিয়ে ইতিহাস বদলাতে চান কুয়াদ্রাত। এই নিয়ে তিনি বললেন, ‘‘আমরা কখনও পরপর দুটো ম্যাচ জিততে পারিনি। অথচ, এমনটা এবার হওয়ার কথা ছিল না। তবু হয়েছে। আশা করি, বেঙ্গালুরুকে হারিয়ে ছবিটা বদলাতে পারব।“

কোচ বদলের পর বেঙ্গালুরুর পারফরম্যান্সের উন্নতি হয়েছে। স্বীকার করছেন কুয়াদ্রাত।এই নিয়ে তিনি বললেন, ‘‘ওরা জেতা শুরু করেছে। কঠিন ম্যাচ হবে।’’ পোড়খাওয়া সুনীলকে কীভাবে সামলাবেন? ডিফেন্ডার নিশু কুমার বলছেন, ‘‘সুনীল অভিজ্ঞ, খুব চালাক। সবসময় সতর্ক থাকতে হবে।“

আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version