Wednesday, August 27, 2025

দেশের মধ্যে প্রথম! এবার থেকে নির্মাণ সংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করবে কলকাতা পুরসভা

Date:

বেআইনি নির্মাণ নিয়ে এবার দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। অবৈধ নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য এবার খুল্লামখুল্লা জনসাধারণের সামনে প্রকাশ করবে পুরসভা। কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে সেই সমস্ত তথ্য। সাধারণ মানুষ চাইলেই ওয়েবসাইটে ঢুকে এক ক্লিকেই পেয়ে যাবেন সবকিছু। দেশের মধ্যে প্রথম পুরসভা হিসেবে জনসমক্ষে শহরের নির্মাণ সংক্রান্ত তথ্য প্রকাশ করবে কলকাতা পুরসভা।

গার্ডেনরিচে অবৈধ বহুতল বিপর্যয়ের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের প্রতিটি ওয়ার্ডে ঘুরে শহরের নির্মাণকাজগুলির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও বেআইনি নির্মাণ হলে সেই নির্মাণের ছবি, লোকেশন ও তথ্য-সহ অ্যাপের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা করবেন তাঁরা। পুরসভার অন্দরমহলের সেই তথ্য এবার জনসাধারণের সুবিধার্থে কেএমসি’র ওয়েবসাইটেই আপলোড করা হবে। তবে এবার শুধুমাত্র বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাই নয়, অ্যাসেসমেন্ট বিভাগ, লাইসেন্স বিভাগ থেকে শুরু করে জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরাও সন্দেহজনক কোনও নির্মাণ চোখে পড়লে মোবাইল অ্যাপের মাধ্যমে পুরসভাকে পাঠাবেন। সরেজমিনে তদন্তের পর অবৈধ নির্মাণ প্রমাণিত হলে তা ওয়েবসাইটে তোলা হবে।

kmcgov.in ওয়েবসাইটের হোম পেজে বাঁদিকের মেনুতেই রয়েছে বিল্ডিং ওয়ার্ক ডায়েরি রিপোর্ট। তাতে ক্লিক করেই ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট পাওয়া যাবে। বরো এবং ওয়ার্ড নম্বর নির্বাচন করে রাস্তার নাম, বিল্ডিং-এর মতো নির্দিষ্ট তথ্য দিলেই ছবি-সহ নির্মাণের অনুমোদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের ট্রাইবুনাল এবং শুনানি কোন পর্যায়ে রয়েছে তাও জানা যাবে।

আরও পড়ুন- টানা ২৯ ঘণ্টা ধরে লাগাতার অত্যাচার! কেরলের পড়ুয়া মৃত্যুতে SFI যোগ, চাপে বিজয়ন সরকার

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version