গতকাল আইপিএল-এর ম্যাচে প্রথম জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচে ব্যাট হাতে ৪৯ রান করেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাইতো ম্যাচ শেষে বিশেষ পুরস্কার পেলেন হিটম্যান। দিলেন বিশেষ বার্তাও । যেই ভিডিও প্রকাশ করে মুম্বই।

এদিন মুম্বই যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, কোচ মার্ক বাউচার রোহিতের হাতে পুরস্কার তুলে দেন। এরপর বাউচার বলেন, “রোহিত, তোমাকে এই পুরস্কার দিচ্ছি, কারণ আমাদের ব্যাটিং বিভাগে তুমি সবচেয়ে অভিজ্ঞ।” রোহিত অবাক হয়ে হাসতে থাকেন। এরপর রোহিত বলেন, “গোটা দলের ব্যাটিং পারফরম্যান্স ভাল হয়েছে। প্রথম ম্যাচ থেকেই আমরা এই চেষ্টা করছিলাম। এতে প্রমাণিত হল যে গোটা দল যদি এক সঙ্গে মাথা তুলে দাঁড়ায়, তাহলে ব্যক্তিগত পারফরম্যান্সের কোনও দরকার পড়ে না। দলের লক্ষ্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে সবাই মিলে চেষ্টা করলে এই রান প্রতি ম্যাচেই তুলতে পারি।অনেক দিন ধরেই আমরা এধরনের দলগত প্রচেষ্টার কথা বলে আসছিলাম। ব্যাটিং কোচ, মার্ক এবং অধিনায়ক হার্দিক এটাই চায়। এতদিন পরে সেটা দেখে খুব ভাল লাগছে। আশা করি আমরা এই পারফরম্যান্স ধরে রাখতে পারব।”

View this post on Instagram
আরও পড়ুন- দর্শকাসনে এক সুন্দরীকে দেখে মনে ধরেছিল , চেন্নাই ম্যাচের আগে জানান নাইট অধিনায়ক
