পুলওয়ামা-বালাকোটের পর বাংলা, ভোটের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হু.মকি দিলীপের মুখে

লোকসভা ভোটের মুখে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ, সোমবার নির্বাচনী প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের হুমকি, মাটির তলা থেকে রাষ্ট্রদ্রোহীদের বের করবে কেন্দ্র। পুলওয়ামা-বালাকোট হলে এখানেও সার্জিক্যাল স্ট্রাইক হবে।

দিলীপ ঘোষের কথায়, “যারা রাষ্ট্রদ্রোহী, বোমা বন্দুকের কারখানা করছে, মানুষ মারছে, তাদের মাটির তলা থেকে বের করবে কেন্দ্রীয় সরকার। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তাহলে এখানেও আরও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কেউ বাঁচবে না। এক একটাকে বের করে সাজা দেওয়া হবে। আর যারা লাফাচ্ছিলেন, তারা ভোট দিতে পারবেন না। ভেতরেই ঢুকে থাকবেন।”

আরও পড়ুন- আগেই সঙ্গ ছেড়েছে আইএসএফ, এবার বামেদের হাত ছাড়তে চলেছে কংগ্রেস