Thursday, August 28, 2025

কেন্দ্রীয় এজেন্সির ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) সদর দফতরে দেখা করলেন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। এই নিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর এককভাবে দ্বিতীয়বার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার দাবি জানিয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ হতে হল রাজ্যের শাসকদলকে। পরপর দুবার কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানানোর পরও কমিশন কোনও পদক্ষেপ না নেওয়ায় এবার ১০ সদস্যের প্রতিনিধিদলকে দিল্লিতে কমিশনের দফতরে যেতে হল।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) আচরণ করেছে তা পক্ষপাতদুষ্ট। বিজেপির জমিদারি আচরণের পরিচয় যেভাবে এনআইএ-র পদক্ষেপে প্রকাশ পেয়েছে, দিল্লিতে কমিশনের দফতরে সেই তথ্য তুলে ধরেন তৃণমূল প্রতিনিধিরা। তুলে ধরা হয় জীতেন্দ্র তেওয়ারির (Jitendra Tewary) সঙ্গে এনআইএ আধিকারিকের যোগসাজসের উদাহরণ। সেই সঙ্গে যখন নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে তখন সমান মাঠে খেলার (level playing field) ব্যবস্থা করা হোক। যাতে কেন্দ্রীয় এজেন্সি নির্বাচন প্রক্রিয়ার সময় নিরপেক্ষ আচরণ করে, তার জন্য অবিলম্বে চার কেন্দ্রীয় এজেন্সির সর্বোচ্চ আধিকারিকদের বদলের আবেদন করা হয়েছে।

এর পাশাপাশি তৃণমূল প্রতিনিধিদলের পক্ষ থেকে একটি মানবিক আবেদন করা হয় টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ির (Jalpaiguri) মানুষের জন্য। নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয় যেন তাঁরা রাজ্যের প্রশাসনকে ঝড়ে ঘরছাড়া সাধারণ মানুষের জন্য বাড়ি তৈরির অনুমতি দেন।

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version