Wednesday, May 21, 2025

গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে কী বললেন লখনৌর নতুন তারকা যশ ঠাকুর?

Date:

Share post:

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৩ রানে জয় পায় লখনৌ সুপার জায়ান্ট। সৌজন্যে যশ ঠাকুর। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। চলতি আইপিএলে এটিই প্রথম ৫ উইকেটের নজির।আর নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত যশ। বললেন , পাঁচ উইকেট পেয়ে আর ম্যাচের সেরা হয়ে খুশি।

রবিবার রাতে মাত্র এক ওভার বল করেই চোটের কারণে উঠে যান মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক উঠে যাওয়ায় যশকে এই ম্যাচে বাড়তি দায়িত্ব দিয়েছিলেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। সেই দ্বায়িত্ব একেবারে কাটায় কাটায় পালন করেন যশ। ম্যাচ শেষে যশ বলেন, “ মায়াঙ্ক চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে রাহুল ভাই বলেছিল, এটা তোমার দিন। বল হাতে দলকে জেতাও। শুধু নিজের উপর ভরসা রাখো। নিজের পরিকল্পনা অনুযায়ী বল করো। সেটাই করেছি। এই প্রথম গুজরাতকে হারিয়েছি আমরা। তাই এই জয় আরও ভাল লাগছে।” এরপর নিজের পারফরম্যান্স নিয়ে যশ বলেন, “ পাঁচ উইকেট পেয়ে আর ম্যাচের সেরা হয়ে খুশি। গিলের বিরুদ্ধে আমার নিজস্ব পরিকল্পনা ছিল। কে এল রাহুলও সাহায্য করেছে। আর সেটাই কাজে লেগে গেল।”

গতকাল, ৩০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি লখনউয়ের নতুন তারকা পেসার তৈরি করেছেন নতুন রেকর্ড। চলতি আইপিএলে প্রথম বোলার হিসেবে মেডেন ওভারে দুই উইকেট তোলেন যশ। ম্যাচের ১৫তম ওভারে এই রেকর্ডটি গড়েন তিনি।

আরও পড়ুন- বিএফসিকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত?

spot_img

Related articles

এসএসসি চাকরি বাতিল মামলা: ব়্যাঙ্ক জাম্প অভিযুক্তরা পারবেন না পরীক্ষায় বসতে

২০১৬ এসএসসি চাকরি বাতিল মামলায় নতুন নির্দেশিকা সুপ্রিম কোর্টের। ডিসেম্বরের মধ্যে নতুনভাবে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে করার...

সীমান্তবর্তী অঞ্চলে বাড়তি নজর দিন! বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের দলীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে আলাদা কথা বললেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যার প্রশাসনিক সভা শেষে স্বল্প...

আপনি আছেন: চা-বাগানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত শ্রমিকরা

বরাবরই পথে হেঁটে জনসংযোগ পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পরামর্শ দেন অন্যদেরও। এবার উত্তরবঙ্গ...

মোহনবাগানের পর দেশের জার্সিতেও সাফল্যের লক্ষ্যে শুভাশিস

পুরনো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল(Indian Football Team)। সামনে একটা প্রস্তুতি ম্যাচ...