Monday, May 19, 2025

লোকসভা নির্বাচনের প্রচারে এসে জলপাইগুড়িতে নরেন্দ্র মোদি ‘চুন চুন কে’ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে গ্রেফতারির হুমকি দিয়ে গিয়েছিলেন। এবার বালুরঘাটে বিজেপির নির্বাচনী প্রচার থেকে একই কায়দায় কেন্দ্রীয় এজেন্সি NIA দিয়ে উল্টো করে ঝুলিয়ে সোজা করার বার্তা দিয়ে কার্যত হুমকি দিয়ে গেলেন। তাঁর নির্বাচনী প্রচারে রাজ্যের মানুষের উন্নয়নের কোনও বার্তা না থাকলেও কীভাবে CAA-র মধ্যে দিয়ে দেশের নাগরিকদের শরনার্থী করে দেওয়া হবে তার সম্পূর্ণ ঘোষণা ছিল।

বুধবার বুনিয়াদপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, খগেন মুর্মুর সমর্থনে প্রচার চালান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রচার সভা থেকে অমিত শাহ দাবি করেন, অসমে সিএএ লাগু করার পর সেখানে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। বাংলাতেও ১৮ আসন থেকে বাড়িয়ে ৩০ করা হলে একটি পাখিও ঢুকতে দেওয়া হবে না। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাত করা হবে।

কেন্দ্র সরকারের সিএএ-তে আবেদন করলেই প্রথমে একজন নাগরিককে শরনার্থী হিসাবে নিজেকে পেশ করতে হবে, মুখ্যমন্ত্রী সিএএ লাগু হওয়ার পর থেকেই এই বার্তা দিয়েছিলেন। বুধবার সেই বার্তাকে সমর্থন করে অমিত শাহ বলেন, “নির্ভয়ে যত শরনার্থী আছেন CAA-তে আবেদন করুন। সিএএ-তে আবেদন করলে কারো উপর কোনও মামলা হবে না। সিএএ-তে সবার আবেদন করা দরকার।”

বাংলার মানুষের যে সব সমস্যা নিয়ে রাজ্য সরকার বারবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে, তা নিয়েও কোনও সদুত্তর এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সভা থেকে শোনা যায়নি। উল্টে বাংলার মানুষকে বিপদে ফেলার জন্য যে বারবার কেন্দ্রীয় এজেন্সি এনআইএ রাজ্যে আসবে তা জোরালো স্বরে ঘোষণা করেন দফতরের মন্ত্রী। এমনকি তিনি হুমকির সুরে NIA দিয়ে “উল্টা লটকাকর সিধা কিয়া জায়েগা” বলেও ভয় দেখানোর চেষ্টা করেন।

 

Related articles

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...
Exit mobile version