Saturday, November 8, 2025

একতা বাংলার ঐতিহ্য, রেড রোড থেকেই কেন্দ্রে পরিবর্তনের ডাক অভিষেকের 

Date:

ইদের (Eid) সকালে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে একতার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।বৃহস্পতিবার ইদের নামাজে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মুখ্যমন্ত্রীর (CM) কথার শেষে মাইক্রোফোন হাতে তুলে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একতার বার্তা দেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যে হিন্দি শায়েরী উদ্ধৃত করে কেন্দ্রে পরিবর্তনের ডাক দেন অভিষেক।

অন্যান্য বছরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদের অনুষ্ঠানে সামিল হন। অভিষেক মঞ্চে বক্তব্য রাখতে শুরু করা মাত্রই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। অভিষেক বলেন “জল, হাওয়া, নিশ্বাস-প্রশ্বাস হিন্দু-মুসলিম ভেদাভেদ করতে জানেনা। খুশির ঈদে সকলে আনন্দ করুন। যাঁরা ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আপনারা সবাই মিলে এক হয়ে তা রুখে দেবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও নাম না করেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন। অভিষেক বলেন, ‘সরকার আসলে ভাড়াটে,আসল মালিক হল জনতা। তাই তাঁরাই নির্ধারণ করবেন কারা থাকবেন আর কারা বিদায় নেবেন।’ একসঙ্গে লড়াই করলে কখনই ভাঙ্গন ধরানো যাবে না তাই সম্প্রীতির নজির গড়া বাংলার প্রতিটি মানুষকে একতার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মঞ্চে বেশ কয়েকটি হিন্দি শায়েরী বলতে শোনা যায় অভিষেককে। একদিকে সম্প্রীতি রক্ষা করার কথা অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার পরিবর্তনের ডাক দিয়ে অভিষেক বলেন, ‘অন্ধকার পেরিয়ে সূর্য উঠবেই, এবার যাই হয়ে যাক না কেন, দেশ বদলাবেই।’

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version