Sunday, November 9, 2025

খুশির ইদে রেড রোডের মঞ্চ থেকে নাম না করেই কেন্দ্রকে নিশানা করলেন মমতা (Mamata Banerjee)। সকলে এককাট্টা হয় লড়াই করলে কেউ বিভাজনের রাজনীতি করতে পারবেনা। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে ইদের (Eid ) নামাজে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রীতি ঐক্যের বার্তা দিয়ে মমতা বলেন, এজেন্সিকে ব্যবহার করে যতই অত্যাচার করুক না কেন আমরা ভয় পাই না। এদিন মঞ্চ থেকে এনআরসি- সিএএর পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়েও সুর চড়ান মমতা।

নির্বাচনী প্রচারের মাঝেই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেছিলেন তৃণমূল নেত্রী। জানিয়েছিলেন ইদের নামাজে রেড রোড থেকেই মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশে দাঁড়িয়ে বার্তা দেবেন। সেই মতো এদিন সকাল ন’টার কিছু সময় পরে মঞ্চে উপস্থিত হন মমতা – অভিষেক। সকলকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী। তিনি মাইক্রোফোন হাতে নিতেই চারিদিকে শুরু হয়ে যায় জয়ধ্বনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ছোট্ট শিশুকে কোলে তুলে নিতেও দেখা যায় তাঁকে।

এক মাস ধরে রোজা রাখার পর এই ইদ খুশির বার্তা বয়ে আনে। সকলকে এভাবেই একসঙ্গে থাকার এবং লড়াই করার কথা বলেন মমতা। ED CBI আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সি যেভাবে ভয় দেখিয়ে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করছে তাতে সেন্ট্রালের আরও একটা জেল বানানোর প্রয়োজন হবে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ঘৃণার রাজনীতি বরদাস্ত নয়। জুলুমবাজি ভাঁওতাবাজি করে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না। CAA – NRC প্রসঙ্গে মমতা বলেন প্রথমটা যদি মাথা এবং শেষেরটা যদি ল্যাজা হয় তাহলে UCC হচ্ছে পেট। আসলে ব্যক্তি-স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। ভয় দেখিয়ে যতই ভোটে প্রভাব খাটানোর চেষ্টা হোক না কেন, বাংলার মানুষ ভয় পায় না। দেশে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে ধরে, তৃণমূল সুপ্রিমো বলেন বাংলায় লড়াইটা বিজেপির বিরুদ্ধে, তাই তৃণমূল ছাড়া অন্য কাউকে একটিও ভোট নয়। ‘চাইলে ওরা জেলে ভরে দিতে পারে কিন্তু মনোবল ভাঙতে পারবে না।’  বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে বলেও আক্রমণ শানান তিনি। তাঁর কথায়, ‘‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’’ ভোটের আগে তৃণমূলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু বিজেপির লোকেরা দোষ করলেও আদালতে জামিন পেয়ে যাচ্ছে। লোকসভায় NDA এর ৪০০ আসন পাওয়ার দাবি নিয়ে ফের কটাক্ষও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদের মঞ্চ থেকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি রামনবমীতে বিজেপির অশান্তি পাকানোর চক্রান্তের প্ররোচনায় পা না দেওয়ার জন্য সকলকে সতর্কও করেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version