Monday, November 24, 2025

রেড রোডে শান্তি চেয়ে বিজেপি ও তার এজেন্সিদের তোপ মমতার

Date:

Share post:

খুশির ইদে রেড রোডের মঞ্চ থেকে নাম না করেই কেন্দ্রকে নিশানা করলেন মমতা (Mamata Banerjee)। সকলে এককাট্টা হয় লড়াই করলে কেউ বিভাজনের রাজনীতি করতে পারবেনা। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে ইদের (Eid ) নামাজে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রীতি ঐক্যের বার্তা দিয়ে মমতা বলেন, এজেন্সিকে ব্যবহার করে যতই অত্যাচার করুক না কেন আমরা ভয় পাই না। এদিন মঞ্চ থেকে এনআরসি- সিএএর পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়েও সুর চড়ান মমতা।

নির্বাচনী প্রচারের মাঝেই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেছিলেন তৃণমূল নেত্রী। জানিয়েছিলেন ইদের নামাজে রেড রোড থেকেই মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশে দাঁড়িয়ে বার্তা দেবেন। সেই মতো এদিন সকাল ন’টার কিছু সময় পরে মঞ্চে উপস্থিত হন মমতা – অভিষেক। সকলকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী। তিনি মাইক্রোফোন হাতে নিতেই চারিদিকে শুরু হয়ে যায় জয়ধ্বনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ছোট্ট শিশুকে কোলে তুলে নিতেও দেখা যায় তাঁকে।

এক মাস ধরে রোজা রাখার পর এই ইদ খুশির বার্তা বয়ে আনে। সকলকে এভাবেই একসঙ্গে থাকার এবং লড়াই করার কথা বলেন মমতা। ED CBI আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সি যেভাবে ভয় দেখিয়ে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করছে তাতে সেন্ট্রালের আরও একটা জেল বানানোর প্রয়োজন হবে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ঘৃণার রাজনীতি বরদাস্ত নয়। জুলুমবাজি ভাঁওতাবাজি করে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না। CAA – NRC প্রসঙ্গে মমতা বলেন প্রথমটা যদি মাথা এবং শেষেরটা যদি ল্যাজা হয় তাহলে UCC হচ্ছে পেট। আসলে ব্যক্তি-স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। ভয় দেখিয়ে যতই ভোটে প্রভাব খাটানোর চেষ্টা হোক না কেন, বাংলার মানুষ ভয় পায় না। দেশে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে ধরে, তৃণমূল সুপ্রিমো বলেন বাংলায় লড়াইটা বিজেপির বিরুদ্ধে, তাই তৃণমূল ছাড়া অন্য কাউকে একটিও ভোট নয়। ‘চাইলে ওরা জেলে ভরে দিতে পারে কিন্তু মনোবল ভাঙতে পারবে না।’  বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে বলেও আক্রমণ শানান তিনি। তাঁর কথায়, ‘‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’’ ভোটের আগে তৃণমূলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু বিজেপির লোকেরা দোষ করলেও আদালতে জামিন পেয়ে যাচ্ছে। লোকসভায় NDA এর ৪০০ আসন পাওয়ার দাবি নিয়ে ফের কটাক্ষও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদের মঞ্চ থেকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি রামনবমীতে বিজেপির অশান্তি পাকানোর চক্রান্তের প্ররোচনায় পা না দেওয়ার জন্য সকলকে সতর্কও করেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে...

অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই...

মেডিক্যাল কলেজে কেন অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের: শিক্ষাঙ্গনে বিজেপির গেরুয়া রঙ!

বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে এমবিবিএসের ৫০টি আসনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ৪২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ...

টেলিসম্মানের পুরস্কার মূল্য ক্যান্সার আক্রান্তদের দান চন্দনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television Industry) অন্যতম বড় সম্মান টেলি অ্যাকাডেমী পুরস্কার (Tele Academy Award) থেকে প্রাপ্ত অর্থ...