Tuesday, November 4, 2025

ট্রায়াল রানে IT-র ‘অনধিকার’ বাধা! কমিশনে নালিশের পরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

Date:

বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারে তল্লাশির পরে আয়কর বিভাগের আধিকারিকরা ট্রায়াল রানে বাধা দেন। এটা তাঁদের এক্তিয়ারে নেই। সোমবার, তমলুকে দলের সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের কপ্টারে আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি চালান। চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেন। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে আয়কর দফতরের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায়ে চিঠি দিয়েছে তৃণমূল। এবার বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটবেন বলেও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তল্লাশি করা নিয়ে আমার কোনও আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে যে রেড করে যখন কিছু পায়নি, তখন আইটির অফিসারেরা বলেছেন, আমরা ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা ওদের নেই। ফলে তার উপর ভিত্তি করে অভিযোগ জানিয়েছি। আইটি সার্চ করুক। আইটি তো সারা বছর সার্চ করছে। কোনও আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই সার্চ করছে। কিন্তু সারা হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজেছে। সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে। যখন কিছু পায়নি, যখন ১০ পয়সাও উদ্ধার হয়নি, তখন বলছে, আমরা উঠতে দেব না। ট্রায়াল রান করতে দেব না।এই অধিকারটা আইটি অফিশিয়ালদের নেই। এই বিষয় নিয়ে কয়েকদিনের মধ্যেই আইনি পদক্ষেপ নেব। “

কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেন আয়কর আধিকারিকরা। এমনকী তাঁদের হুমকি দিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়ে বলে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে।“

এনআইএ-র এসপি-র সঙ্গে বিজেপি নেতার দেখা করা বিষয়টি নিয়েও তোপ দাগেন অভিষেক। কটাক্ষ করে বলেন, “এনআইএ-র ডিজি, এসপি-কে সরানোর বদলে আয়কর দফতর তল্পিবাহকের মতো আমার চপারে তল্লাশিতে পাঠিয়েছিল। কিন্তু তাঁরা





Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version