Saturday, August 23, 2025

ট্রায়াল রানে IT-র ‘অনধিকার’ বাধা! কমিশনে নালিশের পরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

Date:

বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারে তল্লাশির পরে আয়কর বিভাগের আধিকারিকরা ট্রায়াল রানে বাধা দেন। এটা তাঁদের এক্তিয়ারে নেই। সোমবার, তমলুকে দলের সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের কপ্টারে আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি চালান। চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেন। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে আয়কর দফতরের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায়ে চিঠি দিয়েছে তৃণমূল। এবার বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটবেন বলেও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তল্লাশি করা নিয়ে আমার কোনও আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে যে রেড করে যখন কিছু পায়নি, তখন আইটির অফিসারেরা বলেছেন, আমরা ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা ওদের নেই। ফলে তার উপর ভিত্তি করে অভিযোগ জানিয়েছি। আইটি সার্চ করুক। আইটি তো সারা বছর সার্চ করছে। কোনও আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই সার্চ করছে। কিন্তু সারা হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজেছে। সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে। যখন কিছু পায়নি, যখন ১০ পয়সাও উদ্ধার হয়নি, তখন বলছে, আমরা উঠতে দেব না। ট্রায়াল রান করতে দেব না।এই অধিকারটা আইটি অফিশিয়ালদের নেই। এই বিষয় নিয়ে কয়েকদিনের মধ্যেই আইনি পদক্ষেপ নেব। “

কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেন আয়কর আধিকারিকরা। এমনকী তাঁদের হুমকি দিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়ে বলে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে।“

এনআইএ-র এসপি-র সঙ্গে বিজেপি নেতার দেখা করা বিষয়টি নিয়েও তোপ দাগেন অভিষেক। কটাক্ষ করে বলেন, “এনআইএ-র ডিজি, এসপি-কে সরানোর বদলে আয়কর দফতর তল্পিবাহকের মতো আমার চপারে তল্লাশিতে পাঠিয়েছিল। কিন্তু তাঁরা





Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version