Wednesday, November 5, 2025

উন্নয়নে এগিয়ে তৃণমূলই, কোচবিহারের সভা থেকে খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প চালু করার পাশাপাশি উন্নয়নের ক্ষেত্রে বরাবরই এগিয়ে তৃণমূল। সোমবার কোচবিহারের সভা থেকে রাজ্যের উন্নয়নের সেই খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন বিগত ১১ বছরে রাজবংশী, কামতাপুরীদের জন্য কী কী উন্নয়ন করেছে তাঁর সরকার। আলিপুরদুয়ারে জুমলাবাজ বিজেপি শুধুই ভূরিভূরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। উল্টোদিকে, বহু জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে এসে উত্তরের সব জেলায় উন্নয়ন-কর্মযজ্ঞ চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০০ স্কুল করেছি রাজবংশীদের জন্য। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। আরও বড় ক্যাম্পাস তৈরি হচ্ছে। চিলা রায় মূর্তি বানিয়েছি, রাজবংশী-কামতাপুরী ভাষার স্বীকৃতি দিয়েছি আমরা। একইসঙ্গে রাজবংশী কালচারাল বোর্ড এবং কামতাপুরী বোর্ডও বানিয়েছে তাঁর সরকার। তৈরি করা হয়েছে জয় সেতু, ভাওয়াইয়া সেতু। কোচবিহারে হেরিটেজ টাউনও তৈরি করেছেন তাঁরা।

মুখ্যমন্ত্রী উত্তরের বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, ১১ লক্ষ লোককে আমরা ঘর করে দেব। দুর্যোগে যাদের ঘর ভেঙে গেছে সেগুলোও আমরা তৈরি করে দেব, এটা আমাদের প্রতিশ্রুতি। বিজেপির মুখোশ খুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা দেশ বেচে দিচ্ছে। চা বাগান খুলবে বলেও খোলেনি। চা বাগান আমরা খুলেছি। আমরা চা বাগানের পাট্টা দিয়েছি। চা সুন্দরী প্রকল্প করেছি। কোচবিহারে এয়ারপোর্টও আমরা তৈরি করে দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেন, আমি বলেছিলাম সিঙ্গেল ইঞ্জিন না ডবল ইঞ্জিন করো, যাতে নিরাপত্তা থাকে। তোমার সরকারের ডবল ইঞ্জিনের দরকার নেই। মানুষের ডবল ইঞ্জিন করো৷

তিনি আরও বলেন, ১৯৬৬ সাল থেকে চ্যাংড়াবান্ধা মালবাজার লাইন বন্ধ ছিল, আমি চালু করেছি। কারণ চ্যাংড়াবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আগামী দিনে কোচবিহারের নাম জ্বলজ্বল করে জ্বলবে আর বিজেপি হিংসা করবে। জ্বলবে আর লুচির মতো ফুলবে। কোচবিহারের মানুষ এগিয়ে যাবে। রাজবংশীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমি থাকতে লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি। আজকে বাংলা থেকে সব কেড়ে নিয়ে চলে যাচ্ছো। বদনাম করছ এটা হবে না৷ রাজবংশীদের এবং ওপার থেকে আসা ভাইদের বলব আপনারা সবাই নাগরিক। আমি নাগরিক হলে আপনারাও ঘরের ভাই-বোন আপনারাও নাগরিক। বাংলা হিন্দি ভাষীরা নাগরিক। মতুয়া-কামতাপুরিরা নাগরিক। কারণ আপনাদের ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জেতে৷

আরও পড়ুন- নির্বাচন থেকে মোদিকে বাতিল করার আবেদন, দিল্লি হাইকোর্টে মামলা

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...