রামনবমীর আগে দেবাংশুর মধ্যে ভগবান রামকে খুঁজে পেলেন তমলুকের বিজেপি কর্মীরা!

এদিন চাঁদিফাটা রোদে ঘুরে ঘুরে নন্দীগ্রামে ভোট প্রচার করেছেন দেবাংশু

হাঁসফাঁস গরমের মধ্যেও চড়ছে রাজনৈতিক পারদ! প্রচারে কেউ খামতি দিতে চান না। মঙ্গলবার নন্দীগ্রামে প্রচার করেন তমলুক লোকসভার তৃণমূলের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এদিন তিনি বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুর কালীবাড়ি এলাকায় যান। দেবাংশুকে দেখে বিজেপির কর্মী-সমর্থকরা “জয় শ্রীরাম” ধ্বনিও তোলেন! তৃণমূলের সুবক্তা প্রার্থী পাল্টা হাসি মুখে তাঁদের উদ্দেশে “হরেকৃষ্ণ” বলেন!

এদিন নন্দীগ্রামে একটি জনসভা ছিল দেবাংশুর। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। প্রসঙ্গ উঠতে তৃণমূল প্রার্থী বলেন, “ওরা আমাকে দেখে জয় শ্রীরাম বলেছে, আসলে আমার মধ্যে ওরা ভগবান রামকে দেখতে পাচ্ছেনা। আমিও হরেকৃষ্ণ বলেছি।”

এদিন চাঁদিফাটা রোদে ঘুরে ঘুরে নন্দীগ্রামে ভোট প্রচার করেছেন দেবাংশু। মাঝ রাস্তায় গ্রামবাসীদের কাছ থেকে জল-সরবত খান তৃণমূলের প্রার্থী। এই প্রসঙ্গে দেবাংশু বলেন, “ভোটের গরম, প্রাকৃতিক গরম দুটোই আছে, এই পরিস্থিতির মধ্যে যদি এমন মায়েরা থাকেন, যাঁরা ঠান্ডা পানীয় দিয়ে সাহায্য করেন, তবে শরীর, মন দুটোই ঠান্ডা হয়ে যায়।”




 

Previous articleবালুরঘাটে আদিবাসী দলিতদের মন পেতে উন্নয়নের ‘গ্যারান্টি’ প্রধানমন্ত্রীর
Next articleবুধবার হাওড়ার রাম নবমীর শোভাযাত্রায় তৃণমূলের দুই প্রার্থী প্রসূন-সায়নী