Thursday, August 28, 2025

ওড়িশার বাস দুর্ঘটনায় মৃতদের চারজন মেদিনীপুরের, শোক নন্দীগ্রামে

Date:

ওড়িশার জাজপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতদের মধ্যে চারজনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বাসটি যেহেতু ওড়িশা (Odisha) থেকে বাংলায় আসছিল তাই যাত্রীদের মধ্যে বেশিরভাগই বাংলার বাসিন্দা ছিলেন। ঘটনায় আহত ৩৫ জন এখনও ওড়িশায় চিকিৎসাধীন। তাঁদের মধ্যেও অনেকেই এরাজ্যের বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) নন্দীগ্রাম থেকে চিকিৎসার জন্য ভুবনেশ্বরে যাওয়া বর্ণালি বেরার মৃত্যুতে শোকের ছায়া পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।

ওডিশার জজপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে বারাবতী ব্রিজ (Barabati bridge) থেকে নীচে পড়ে যায় বাসটি। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের একটি দল এডিএম(এলআর) সুমন মোহান্তীর নেতৃত্বে ওড়িশার উদ্দেশে যান। ৫ টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স (CCU ambulance), একটি সিভিল ডিফেন্সের গাড়ি জেলা কর্মকর্তাদের ওড়িশায় গিয়েছে। একটি মিনিবাসও কটকে পাঠানো হয়েছে যাত্রীদের সাহায্য করার জন্য। যোগাযোগের জন্য জেলা স্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জজপুর পুলিশ। তৎক্ষণাৎ পৌঁছায় উদ্ধারকারী দল এবং দমকল। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস কেটে যাত্রীদের উদ্ধার করা হয়।

 

দেহ উদ্ধারের পরে সনাক্ত করা যায় নন্দীগ্রামের বর্ণালি বেরা দাসকে। ভুবনেশ্বর এইমসে (AIIMS) স্বামী চন্দন দাসের চিকিৎসার জন্য গিয়েছিল এই দম্পতি। সকালে পরিবারের লোকেরা খবর পান দুর্ঘটনায় বর্ণালির মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী চন্দন দাস। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার বাসিন্দা উত্তম মাইতি ও এগরা থানার অচিন্ত্য মাইতিরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version