রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের মতো তৃণমূল প্রার্থীদেরও রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। কেউ আবার মন্দিরে গিয়ে পুজো দিলেন। বুধবার চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ১৯, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডেও পুজো দেন ও জনসংযোগ করেন রচনা। তিনি বলেন, বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড গরমের মধ্যেও যারা আমাকে আশীর্বাদ করছে তাদের ধন্যবাদ জানাই।

চাঁদিফাটা রোদ আর তীব্র দাবদাহের মধ্যেও বিভিন্ন এলাকায় প্রচার চালান রচনা। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, যেখানে যেখানে রামের পুজো হচ্ছে, সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি।রচনার কথায়, রাম কবে বিজেপির হল? রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সকলের! রাম সীতা লক্ষ্মণ হনুমানজি সকলের।আমরা সব ঠাকুরকে পুজো করি। লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম সীতা লক্ষণ হনুমানজিরও পুজো করি।
