Thursday, January 22, 2026

রাম নবমীর শোভাযাত্রায় তৃণমূলের তারকা প্রার্থীরা! তোপ বিজেপিকেও

Date:

Share post:

লোকসভা ভোটের আবহে আজ গোটা দেশের মতো রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাম নবমী। সকাল থেকেই ভগবান শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে বের হচ্ছে শোভাযাত্রা। বিজেপির মতো রাম নবমীর মিছিলে অংশ নিতে দেখা যায় তৃণমূলের বেশকিছু তারকা প্রার্থীকে।

বুধবার রামনবমীর দিন ঘাটালেরামের পুজো দেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। দেবের গলাতে শোনা যায়, ‘জয় শ্রীরাম’ ধ্বনি। পুজো দিয়ে এলাকায় জনসংযোগ সারেন তৃণমূলের তারকা প্রার্থী তথা ঘাটালের বিদায়ী সাংসদ। রামনবমীতে পুজো নিয়েও তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ, রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করছে তৃণমূল। এ জন্য হিন্দু হিসাবে তিনি লজ্জিত। যদিও হিরণকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে দেবের দাবি, বিজেপি প্রার্থী যদি ইফতার পার্টিতে যেতে পারেন, তিনিও রামনবমী পালন করতে পারেন এবং সেটা নিষ্ঠার সঙ্গেই করেছেন।

ঘাটালের কুশপাতা এলাকায় পুজো দিয়ে দেব বলেন, ‘‘আজ কাউকে কটাক্ষ করতেই চাই না। আজ হিরণকেও শুভেচ্ছা জানালাম। পবিত্র দিনে কাউকে ছোট করে দিনটাই নষ্ট করতে চাই না। ওর দল শান্তিতে থাকুক, আমার দলও শান্তিতে থাকুক। সবাই ভাল থাকুন।’’ দেব আরও বলেন, ‘‘রাম কারও একার নয়। রামভক্তেরা সব দলেই কোথাও না কোথাও আছেন। কোনও দল যদি বলে তারাই শুধু রামভক্ত, তা হলে বোকামি হবে।’’ পাশাপাশি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে দেবের মন্তব্য, ‘‘ঠাকুর তো কারও একার হতে পারে না। ছোটবেলায় আমার বাবা-মা যা শিখিয়েছেন, বড় হয়ে যা বুঝতে পেরেছি, তা হল ধর্ম মানেই শান্তির বার্তা দেওয়া। ধর্ম কারও একার হতে পারে না। এক জন জনপ্রতিনিধির কাজ সবাইকে আগলে রাখা।’’

অন্যদিকে, হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ।
বুধবার সকাল ৯টা হাওড়ার মহাবীর চক হনুমান মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়। সায়নী ছাড়াও ছিলেন হাওড়ার প্রার্থী তথা জাতীয় দলের প্রাক্তন তারকা ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ রায় এবং মনোজ তিওয়ারি। এদিন শোভাযাত্রা থেকে সায়নী বলেন, “আমরাও শোভাযাত্রা করি। কারা অস্ত্র নিয়ে মিছিল করে, বাংলার মানুষ দেখতেই পাচ্ছেন। আমরাও দুর্গাপুজোয় শোভাযাত্রা করি। কিন্তু কখনও ধুনুচির বেশি উঠতে পারলাম না। আমরা ভগবান রামকে ভক্তি দেখিয়ে শোভাযাত্রা করি, আর বিজেপি রাজনীতি করে।”

সিউড়িতে এদিন রামনবমী উপলক্ষ্যে তৃণমূল দুটি মিছিল বের করে। যার একটি মিছিলে ছিলেন বীরভূমের তৃণমূলের তারকা প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়। যিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘”রাম কারও পৈতৃক সম্পত্তি নয়।’”

বাঁকুড়ার বিষ্ণুপুরে রাম নবমীর মিছিলে অংশ নেন তৃণমূল।প্রার্থী সুজাতা মণ্ডল। বিকেলে উত্তর কলকাতায় রাম নবমীর শোভাযাত্রায় হাজির থাকবেন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা।

 

spot_img

Related articles

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে,...

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...