তীব্র গরমের জের! রাজ্যে এগিয়ে আসছে গরমের ছুটি! কবে থেকে ছুটি পড়বে?

তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। এই আবহে স্কুলের গরমের ছুটি এগিয়ে আনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ২২ এপ্রিল থেকে সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হতে পারে বলে সূত্র মারফৎ মিলেছে খবর। যদিও বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে শিক্ষা দফতরের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই সরকারিভাবে সেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। সেক্ষেত্রে বেসরকারি স্কুলগুলিতেও যাতে গরমের ছুটি এগিয়ে আনা হয়, সেই আর্জি জানানো হবে বলে সূত্রের খবর।

চলতি বছরের এপ্রিলে পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। যা চলবে ২ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছিল বোর্ড। উল্লেখ্য, বছরের শুরুতে ২০ মে পর্যন্ত গরমের ছুটি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা পড়ে জুন মাস পর্যন্ত বাড়ানো হয়।

আরও পড়ুন- মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাতে! ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় ১০ জনের মৃত্যু

 

Previous articleমর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাতে! ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় ১০ জনের মৃত্যু
Next articleফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, রিখটার স্কেলে মাত্রা ৬.৪