Thursday, August 21, 2025

মাথার উপরের ছাদ হারালেন রাজ – শিল্পা, তারকা দম্পতির ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত!

Date:

Share post:

ফের শিরোনামে চলে এলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি (Raj Kundra and Shilpa Shetty) । তবে এবার আর পর্নোগ্রাফি বিতর্ক নয়, আর্থিক তছরূপের জেরেই স্থাবর অস্থাবর সম্পত্তি হারালেন ‘বাজিগর’ গার্ল এবং তাঁর স্বামী। বৃহস্পতিবার তারকা দম্পতির প্রায় ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attached Raj Kundra and Shilpa Shetty’s 98 crore property)। মুম্বইয়ের জুহুতে শিল্পা শেট্টির নামে থাকা ফ্ল্যাটও আর নিজের কাছে রাখতে পারলেন না ‘ধড়কন’ গার্ল!

পিএমএলএ অ্যাক্ট ২০০২-র ((PMLA act 2002) অধীনে বিটকয়েন (Bitcoin) সংক্রান্ত প্রতারণা মামলায় শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু বাড়ি আর গাড়িই নয়, রাজের নামে যে ইক্যুয়িটি শেয়ার রয়েছে,সেটিও কেন্দ্রীয় সংস্থার (ED ) তরফে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে বেশ কয়েকটি FIR দায়ের হয়েছিল। এই ঘটনার পরেই ED তদন্ত শুরু করে। এই মামলায় অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ ও মহেন্দর ভরদ্বাজের নাম জড়িয়ে যায়। অভিযোগ ছিল, এনারা সকলেই বিটকয়েনের মাধ্যমে প্রচুর পরিমান টাকা আদায় করেছিলেন। ইডির তদন্তে উঠে আসে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম তৈরি করতে অমিত ভরদ্বাজের কাছ থেতে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন। রাজের কাছে থাকা ওই ২৮৫টি বিটকয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকার বেশি। গত বছরের ডিসেম্বরে ইডি তল্লাশি চালিয়ে সিম্পি ভরদ্বাজ, নিতিন গৌর ও নিখিল মহাজনকে গ্রেফতার করে। যদিও মূল অভিযুক্ত অজয় ভরদ্বাজ ও মহেন্দ্র ভরদ্বাজ পলাতক।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...