মাথার উপরের ছাদ হারালেন রাজ – শিল্পা, তারকা দম্পতির ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত!

ফের শিরোনামে চলে এলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি (Raj Kundra and Shilpa Shetty) । তবে এবার আর পর্নোগ্রাফি বিতর্ক নয়, আর্থিক তছরূপের জেরেই স্থাবর অস্থাবর সম্পত্তি হারালেন ‘বাজিগর’ গার্ল এবং তাঁর স্বামী। বৃহস্পতিবার তারকা দম্পতির প্রায় ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attached Raj Kundra and Shilpa Shetty’s 98 crore property)। মুম্বইয়ের জুহুতে শিল্পা শেট্টির নামে থাকা ফ্ল্যাটও আর নিজের কাছে রাখতে পারলেন না ‘ধড়কন’ গার্ল!

পিএমএলএ অ্যাক্ট ২০০২-র ((PMLA act 2002) অধীনে বিটকয়েন (Bitcoin) সংক্রান্ত প্রতারণা মামলায় শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু বাড়ি আর গাড়িই নয়, রাজের নামে যে ইক্যুয়িটি শেয়ার রয়েছে,সেটিও কেন্দ্রীয় সংস্থার (ED ) তরফে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে বেশ কয়েকটি FIR দায়ের হয়েছিল। এই ঘটনার পরেই ED তদন্ত শুরু করে। এই মামলায় অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ ও মহেন্দর ভরদ্বাজের নাম জড়িয়ে যায়। অভিযোগ ছিল, এনারা সকলেই বিটকয়েনের মাধ্যমে প্রচুর পরিমান টাকা আদায় করেছিলেন। ইডির তদন্তে উঠে আসে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম তৈরি করতে অমিত ভরদ্বাজের কাছ থেতে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন। রাজের কাছে থাকা ওই ২৮৫টি বিটকয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকার বেশি। গত বছরের ডিসেম্বরে ইডি তল্লাশি চালিয়ে সিম্পি ভরদ্বাজ, নিতিন গৌর ও নিখিল মহাজনকে গ্রেফতার করে। যদিও মূল অভিযুক্ত অজয় ভরদ্বাজ ও মহেন্দ্র ভরদ্বাজ পলাতক।

 

Previous article‘ধোনিকে রাজি করানো কঠিন’, টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে বললেন রোহিত
Next articleতাপপ্রবাহের আবহেই বন্যা নিয়ন্ত্রণের আগাম প্রস্তুতি শুরু রাজ্যের