Wednesday, December 3, 2025

কেন্দ্রে ‘বন্ধ সরকার’! সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক! চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

বাংলায় একের পর এক প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার রাজ্যে বিজেপি নেত্রীর হুমকি, জিতলে ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে বৃহস্পতিবার, দলীয় প্রার্থীর সমর্থনে বালুরঘাটের সভা থেকে মোদি সরকারকে বন্ধ সরকার বলে তীব্র কটাক্ষ করে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক!

এদিনের সভা থেকে ১০০দিনের টাকা থেকে শুরু করেন আবাস যোজনা- বাংলাকে বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, বিজেপি সরকার সবকিছুই বন্ধ করে দেয়। মোদি সরকারকে ‘বন্ধ সরকার’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ওরা মানুষের প্রাপ্য সব  টাকা বন্ধ করে দিয়েছে। তাই ওরা হল ‘বন্ধ সরকার’।“

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘ভোটপাখি’ বলে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনপ্রিয় এক বাংলা ব্যান্ডের গানে তালে বলেন, “তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই…বছর বছর নাই!“ তৃণমূল সুপ্রিমোর কথায়, “সারা বছর দেখা নাই, এলেন আরেক ভোটপাখি।“ তীব্র আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির এত বড় সাহস বলে কি না ৩ মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। যা চালু আছে সব বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘুদের ঐক্যশ্রী বন্ধ। ৩ কোটি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিই। সেল্ফ হেল্প গ্রুপের টাকা আমরা দিই। একশো দিনের টাকা ৩ বছর ধরে বন্ধ, তাহলে মোদির ভোটও বন্ধ।” চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক!”

বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদি হুমকি দেন, ভোটের ফল বেরনোর পরে “চুন চুন কে জেল ভরেঙ্গে।” মোদি সরকারের সেকেন্ডম্যান অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে আরেক ধাপ সুর চড়িয়ে বলেন, অভিযুক্তদের উল্টে করে সিধে করে দেওয়া হবে। এর প্রেক্ষিতে হুঙ্কার দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “ওরা বলছে, জনতাকে উল্টো ঝুলিয়ে সিধে করে দেবে। আসলে জনতা তোমাদের সরকারটাই উল্টে দেবে। নরেন্দ্র মোদির এত বড় সাহস, বলছে বেছে বেছে সবাইকে জেলে ভরবে! বেছে বেছে জনতা তোমাকে ভোট দেবে না।”




spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...