ভরদুপুরে চাঁদনিচকে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

তীব্র দহনে ঝলসে যাচ্ছে মহানগর। তার মধ্যে আচমকা অগ্নিকাণ্ড কলকাতার (Kolkata) ব্যস্ততম রাস্তা চাঁদনিচকে। বৃহস্পতিবার দুপুরে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে (Car) প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়ায় অন্যান্য গাড়িতে। আগুনের ফলে কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন চালক জানান, প্রথমে আগুন (Fire) লাগে রাস্তার ধারে পার্কিংয়ে রাখা একটি গাড়িতে। এরপর ছড়িয়ে পড়ে পাশের গাড়িগুলিতে। স্থানীয় বাসিন্দা ও চালকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ১২টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । তবে হঠাৎ কী কারণে আগুন লাগল, সে বিষয়ে দমকলের তরফে এখনও কিছু জানা যায়নি।

প্রচণ্ড গরমে আর তাপপ্রবাহের জেরে রীতিমত জ্বলছে শহর কলকাতা সহ দক্ষিণের জেলা। সকাল ৭টার থেকেই চাঁদিফাটা রোদের ফলে জেরবার সাধারণ মানুষ। অতিরিক্ত গরমের ফলেই গাড়িতে এভাবে আগুন লাগলো কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সামনেই মারামারি দুই গোষ্ঠীর! আদি-নব্য দ্বন্দ্বে বেসামাল গেরুয়া শিবির

Previous articleবিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সামনেই মারামারি দুই গোষ্ঠীর! আদি-নব্য দ্বন্দ্বে বেসামাল গেরুয়া শিবির
Next articleকেন্দ্রে ‘বন্ধ সরকার’! সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক! চ্যালেঞ্জ মমতার