Friday, November 28, 2025

“নজরবন্দি” উদয়ন: নিশীথের আবদার মিটিয়ে কমিশন যেন বিজেপির শাখা সংগঠন!

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই দেশজুড়ে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে। তার আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে কমিশনকে চিঠি দিয়ে ছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহ যেন ভোটের দিন নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এই মর্মেই আর্জি জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং সেই আবাদনে সাড়াও দিয়েছে কমিশন। উদয়ন গুহের গতিবিধি ভোটের দিন নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিল কমিশন।

ফলে বুঝতে অসুবিধা হয় না, বিজেপির অঙ্গুলিহেলনেই চলছে জাতীয় নির্বাচন কমিশন। ইডি, সিবিআই যেমন বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে, ভোটের ময়দানে কমিশনের ভূমিকাও সেইরকম। কমিশনের কাছে বিজেপি আবদার করলো, আর কোনও কিছু বিবেচনা না করে বা উদয়ন গুহকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নিশীথের আবদার মেটালো কমিশন।

আগামিকাল ভোটের দিন তাঁকে “নজরবন্দি” করা নিয়ে সংবাদ মাধ্যমকে উদয়ন গুহ বলেন, “আমি কোনও অর্ডার পাইনি। আমাকে কমিশন আগে কোনও সতর্ক করেনি। বিজেপি প্রার্থী আবদার করল আর কমিশন সাড়া দিল। কমিশনের কাছে আমার একটা আবেদন আছে, এখনই কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ দিয়ে আমার ও নিশীথ প্রামাণিকের বাড়ি তল্লাশি করা হোক। আমি স্বেচ্ছায় এই প্রস্তাব দিচ্ছি।”

প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কমিশনের কাছে চিঠি দেওয়ার পর রাজ্যের মন্ত্রী উদয়ন পাল্টা নিশীথের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। উদয়নের দাবি, তিনি নিজেই আক্রান্ত। ২০২১ বিধানসভা নির্বাচনের পর নিশীথ প্রামাণিকের গুণ্ডা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল তাঁকে। লোকসভা ভোটের আগেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে টার্গেট করেছে।

উদয়ন গুহের আরও দাবি, ভোট ঘোষণার পর থেকে তাঁকেই একাধিক বার আক্রান্ত হতে হয়েছে। তাঁর উপর হামলা হয়েছে। আর তাঁকেই “নজরবন্দি” করা হচ্ছে! নিশীথের চিঠির প্রেক্ষিতে উদয়নের বক্তব্য ছিল, ‘‘আসলে ওর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আমাকে রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে। সেটা বুঝে এখন এমন অবান্তর সব অভিযোগ করছেন।’’ উদয়নের আরও দাবি,‘‘আসলে আমিও চাই আমাকে গৃহবন্দি করুক। তার প্রতিক্রিয়াটা কী হয় দেখতে পাবে ওরা। আসলে এ সব করে ভোট লুটের পরিকল্পনা হচ্ছে। কারণ, আমি উপস্থিত থাকলে এ সব হবে না। তবে ভয় নেই, ভোটের দিন হাজার উদয়ন গুহ রাস্তায় থাকবে।’’

আরও পড়ুন- কেন্দ্রে ‘বন্ধ সরকার’! সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক! চ্যালেঞ্জ মমতার

 

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...