Tuesday, November 4, 2025

১) চলতি আইপিএল-এ একেবারেই ভালো জায়গায় নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ টেবিলে লাস্ট বয় ফ্যাফ ডুপ্লেসি-বিরাট কোহলির দল। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে বিরাট কোহলি-ফ্যাফের সাক্ষাৎকার নিচ্ছেন দীনেশ কার্তিক। সেখানে বিরাটের উত্তর শুনে চমকে যান দীনেশ।

২) অশান্তি বেড়েই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চলতি আইপিএল-এ হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর থেকেই অশান্তই মুম্বই শিবিরে। শিবিরে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে। আর পাঞ্জাব ম্যাচের পর তা যেন আরও স্পষ্ট হল। মহম্মদ নবি খেলছেন এবার মুম্বই ইন্ডিয়ান্সে। পাঞ্জাব ম্যাচের পর একটি পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, এক সমর্থক নবিকে নিয়ে পোস্ট করেন।

৩) পাঞ্জাব কিংস-এর বিরুদ্ধে জয় মুম্বই ইন্ডিয়ান্স । পাঞ্জাবকে হারায় ৯ রানে। এই ম্যাচ হারলেও পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আশুতোষ শর্মা। ২৮ বলে ৬১ রান করেন তিনি। ১৪ রানে ৪ উইকেট হারানোর পরেও পাঞ্জাবকে জয়ের আশা দেখিয়েছিলেন আশুতোষ। কিন্তু শেষ পর্যন্ত ব্যার্থ হন তিনি। আর আশুতোষের এই লড়াই মন জয় করে নিয়েছে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। বললেন , আশুতোষ দুর্দান্ত।

৪) এখনও ২০২৩ একদিনের বিশ্বকাপ ভুলতে পারছেন না কে এল রাহুল। চলতি আইপিএল-এর মাঝে বিশ্বকাপের কথা তুলে ধরলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। এক সাক্ষাৎকারে বলেন রাহুল। তাঁর মতে, একটা ছোট্ট ভুল না করলে ভারত হয়তো চ্যাম্পিয়নও হয়ে যেতে পারত।

৫) সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়লেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শ্লো ওভার রেটের জন্য জরিমানা করা হলো মুম্বই অধিনায়ককে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হল হার্দিককে। আরও দু’বার এই ভুল করলে নির্বাসিত হতে হবে হার্দিককে।

আরও পড়ুন- বিরাটের উত্তরে চমকে গেলেন দীনেশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version