Tuesday, August 26, 2025

ডবল ইঞ্জিন হরিয়ানায় মহিলা বন্দিকে গণধর্ষণ! জাতীয় মানবধিকার-মহিলা কমিশনে চিঠি তৃণমূলের

Date:

ডবল ইঞ্জিন রাজ্যে ফের পাশবিক অত্যাচারের শিকার এক মহিলা বন্দি (Woman Prisoner)। সূত্রের খবর, ওই বন্দিকে পুলিশ ভ্যানেই (Police Van) গণধর্ষণ দুই কয়েদির! যদিও ইতিমধ্যে ধর্ষণের ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশন এবং মানবধিকার কমিশনে চিঠি দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার (Hariyana) রোহতকে। নির্যাতিতাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ফিরিয়ে আনার সময় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ। গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন।

 

এমন নৃশংস ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল চিঠিতে অবিলম্বে হরিয়ানায় একটি তথ্য সন্ধানী দল পাঠানোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে হরিয়ানার বিজেপি সরকারকে নোটিশ পাঠিয়ে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলবের দাবি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চিকিৎসার পর নথিপত্র নিয়ে ব্যস্ত ছিল পুলিশ। নির্যাতিতা জানিয়েছেন, পুলিশ কর্মীদের ব্যস্ত থাকার সুযোগ নিয়ে দুই বন্দি সতীশ ও মণীশ তাঁকে পানীয় খাওয়ায়। তারপর তাঁকে ধর্ষণ করে। তবে এই ঘটনা কবে ঘটেছে তার কোনও তারিখ এফআইআরে উল্লেখ করা হয়নি বলেই জানা গিয়েছে।

 

অন্যদিকে জাতীয় মহিলা কমিশনে পাঠানো চিঠিতে সাকেত উল্লেখ করেছেন, “বাংলায় কোনও ঘটনা ঘটলে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে জাতীয় মানবধিকার কমিশন এবং মহিলা কমিশন। তবে বিজেপি শাসিত কোনও রাজ্যে এমন ঘটনা ঘটলে তাদের কোনও সক্রিয়তা দেখা যায় না।” এই ঘটনা আবারও প্রমান করল বিজেপি শাসিত রাজ্যে যে মেয়েরা সুরক্ষিত নয়।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version