“আমি তো যা-ই করি তা-ই মিম!” প্রচারে বেরিয়ে পাল্টা কটাক্ষ রচনার

প্রখর রোদ আর তীব্র দাবদাহ উপেক্ষা করে রোজকার মতো আজ, শনিবারও প্রচারে বেরিয়ে ছিলেন হুগলি কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বলাগড়ে প্রচারে বের হন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারের ফাঁকে রচনাকে মিষ্টিতে কামড় দিতে দেখা যায়। জলে গলাও ভিজিয়ে নেন বার বার।

এরপরই রচনা বলেন, “আমি যা-ই করি, তাই মিম হয়। আমি সবসময় হাসি। সেটাও সাংঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে। সবেতেই। আমি যা করব, তাই মিমস।” রচনা জানান, একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করল। বিরিয়ানি রান্না হচ্ছে। আমাকে বলল খেতে। কিন্তু প্রচারে যেতে হবে। তাই বসে বিরিয়ানি খাওয়া হল না।

এদিন বলাগড়ের একতারপুর পঞ্চায়েত এলাকায় প্রচার গাড়িতে করে ঘোরার সময় গ্রামের মহিলার তাঁদের জলকষ্টের কথা বলেন রচনাকে। পানীয় জলের অভাব রয়েছে গ্রামে। তাঁদের আশ্বস্ত করে রচনা বলেন, “সবাই ভালোবাসা আর আশীর্বাদ রেখো। তারপর ৫ বছর দেখ আমি কী করি। সব সময় পাশে পাবে। বিশ্বাস রেখো। নিরাশ করব না কাউকে।”

 

Previous articleবিশ্বকাপের দল নির্বাচন নিয়ে রিঙ্কুকে নিয়ে নির্বাচকদের বিরাট বার্তা দিলেন সঞ্জয় মঞ্জয়কর
Next articleপ্রাকৃতিক ফসল আর পিঠের সুঘ্রাণে মহানগরীতে ‘সন্দেশখালি চাউল কথা’