এখনই অবসর নয়, লক্ষ্য এখন টি-২০ বিশ্বকাপ খেলা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে জানিয়ে দিলেন রয়ইয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। আইপিএল খেলে অবসর নেওয়ার কথা বলেছিলেন ডিকে। কিন্তু এখন ডিকের লক্ষ্য আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা।

এই নিয়ে কার্তিক বলেন, “ এই বয়সে আবার ভারতের হয়ে খেলার সুযোগের থেকে ভাল কিছু হতে পারে না। অবশ্যই আমি দেশের হয়ে খেলতে আগ্রহী। টি-২০ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার থেকে বড় আমার জীবনে কিছু হতে পারে না।’’ তবে কার্তিক জানেন দলে সুযোগ পাওয়া কঠিন। ঋষভ পন্থ, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণের মতো ক্রিকেটাররা রয়েছেন লড়াইয়ে। তবু ডিকে আশাবাদী দলে সু্যোগ পাওয়া নিয়ে । এই নিয়ে তিনি বলেন, “ বিশ্বকাপের জন্য ভারতের সেরা দল বেছে নেওয়ার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা প্রত্যেকে অত্যন্ত সততার সঙ্গে কাজ করেন। অধিনায়ক রোহিত, কোচ দ্রাবিড় বা প্রধান নির্বাচক আগারকারের উপর আমার আস্থা রয়েছে। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। আমি শুধু বলতে পারি, দেশের হয়ে খেলার জন্য আমি সব সময় ১০০ শতাংশ তৈরি। বিশ্বকাপের বিমানে উঠব কিনা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁদের।“

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে ডিকে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কার্তিকের আগ্রাসী ব্যাটিং দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘শাবাশ ডিকে! টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনের সময় ওর কথা তুলতেই হবে। মনে হচ্ছে ওর মাথায় বিশ্বকাপ ঘুরছে।”

২০২২ টি-২০ বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি ডিকে। নিয়মিত ধারাভাষ্যকার হিসাবে দেখা যাচ্ছিল তাকে। চলতি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কার্তিক। আইপিএল খেলে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে এখন , আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলার জন্য তিনি ১০০ শতাংশ প্রস্তুত ডিকে।

আরও পড়ুন- বন্ধ ঝামেলা, এখন শুধুই বন্ধু, কলকাতা-আরসিবি ম্যাচের আগে অন্য মেজাজে বিরাট-গম্ভীর
