Saturday, August 23, 2025

‘সেই গাউনটা আজও রেখে দিয়েছি’, কুমারগঞ্জে স্মৃতিতে ভাসলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দলীয় প্রার্থীর সমর্থনে কুমারগঞ্জের সভায় স্মৃতির সাগরে ডুব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার প্রচারে প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার দক্ষিণ দিনাজপুরের সভামঞ্চে যুব বয়সের রাজনীতির স্মৃতি উস্কে আবেগে ভাসলেন নেত্রী। এদিন মঞ্চে উপস্থিত কুমারগঞ্জে গুলিতে নিহত একসময়ের রাজনৈতিক সতীর্থ পার্থ সিংহরায়ের মাকে বুকে জড়িয়ে ধরেন তিনি, কৃতজ্ঞতা জানান।

 

নেত্রী বলেন, আজ কুমারগঞ্জের সভায় এসে আমার সঙ্গে দেখা করেছেন পার্থ সিংহরায়ের মা। তাঁর সঙ্গে দেখা করে কথা বলে অনেক পুরনো স্মৃতি মনে পরে গেল। আইনজীবীর ভূমিকায় আদালতে লড়াই করে কীভাবে পার্থ সিংহরায়ের হত্যায় ধৃত কুমারগঞ্জের শতাধিক যুবকের জেলমুক্তির মূল কাণ্ডারি হয়ে উঠেছিলেন নেত্রী, সেই কাহিনীই শোনালেন এদিন। স্মৃতি উস্কে নেত্রী বলেন, তখন যুব রাজনীতি করতাম। সেইসময় কুমারগঞ্জে গুলি চলল, পার্থ সিংহরায় মারা গেল। এখানকার সব ছেলেমেয়েদের জেলে পুরে দেওয়া হল। বালুরঘাটে সেদিন বনধ ছিল। আমি সেদিন রাতেই বালুরঘাটে আসতে আসতে বিপ্লবদাকে জিজ্ঞেস করেছিলাম, এখানে সবচেয়ে সিনিয়র অ্যাডভোকেট কে আছে? তখন রাত সাড়ে দশটা-এগারোটা বাজে। বিপ্লবদা বলল, শঙ্কর চক্রবর্তী। আমি বললাম, চলুন তাঁর বাড়ি যাওয়া যাক। একজন সিনিয়র আইনজীবী তো দরকার, নাহলে ছাত্র-ছাত্রীগুলো মুক্তি পাবে কীভাবে? কিন্তু রাত তখন ১১টা বাজে। আমি তখন বললাম, পাঁচিল টপকান। আবার পাঁচিল টপকালে যদি চোর-ডাকাত ভাবে? শেষপর্যন্ত পাঁচিল টপকে শঙ্করদার বাড়িতে ঢুকে তাঁকে রাজি করালাম। পরেরদিন বালুরঘাটের আর এক আইনজীবী শুভাষ চাকিকে বললাম, আমাকে একটা গাউন দাও। আমি নিজে আইনজীবী, কিন্তু গাউন তো আমি নিয়ে ঘুরি না। ও আমাকে একটা গাউন এনে দিল। সেদিন পুরো আদালত বন্ধ করে রেখে দিয়েছিল বিজেপি। এদিকে ছাত্র-ছাত্রীগুলো যে জেলে পচছে সেদিকে ওঁদের কোনও হুঁশ নেই। তখন জোর করে গেট খুলিয়ে ভিতরে ঢুকে আমরা বালুরঘাটের সমস্ত আইনজীবীরা মিলে একসঙ্গে সব ছাত্র-ছাত্রীদের মুক্তি দিই। আমি সেদিনটা কোনওদিন ভুলব না। আমি সেই গাউনটা আজও যত্ন করে রেখে দিয়েছি।

আরও পড়ুন- রাজস্থানের জনসভা থেকে সোনিয়ার সাংসদ পদ নিয়ে প্রশ্ন মোদির, পাল্টা কংগ্রেস

 

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...