Thursday, August 28, 2025

বোমা ফাটালে কালিপটকায় জবাব: তীব্র কটাক্ষ করে গদ্দারকে ধুয়ে দিলেন মমতা

Date:

বালুরঘাটে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা। কিন্তু সেখান থেকেই নাম না করে গদ্দার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধুয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুভেন্দুর বোমা নিদানকে তীব্র কটাক্ষ করে পাল্টা মমতা বলেন, “বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে । কারণ, তোমাদের আমরা গুরুত্বই দিই না।”

মালদহে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে শনিবার শুভেন্দু বলেছিলেন, “আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে যে তৃণমূল (TMC) বেসামাল হয়ে যাবে”। এরই জবাবে এদিন নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, “বলে বোমা ফাটাব। একটা কালিপটকা ফাটিয়ে দেখ। কার বিরুদ্ধে বোমা ফাটাবি? সাজিয়ে গুছিয়ে বোমা? কার বিরুদ্ধে বোমা? মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়ে লাগে৷ বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে। কারণ, তোমাদের আমরা গুরুত্বই দিই না।”

বিজেপি ওয়াশিং মেশিনে ধুয়ে সাদা হতেই তৃণমূল ছেড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী- এই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এদিন নাম না করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘জিজ্ঞেস করুন, হরিদাস গদ্দার। কী ছিলে, কী হয়েছ? আঙুল ফুলে কলাগাছ। কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, পরিবার বাঁচাতে। বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের জায়গা দেব না।’’

তৃণমূলের থেকে সব সুবিধা পেয়ে ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপি (BJP) পেয়ে গিয়েছেন শুভেন্দু। মমতা বলেন, ‘‘টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা? মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে থুতু নিজের দিকে লাগে। বোমা ফাটালে জবাব হবে কালিপটকা দিয়ে।’’

একই সঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে তুলোধোনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘‘বিজেপি দেশ বিক্রি করে দিয়েছে। সংবিধান ভেঙে দিয়েছে। আমাদের লোকেরা বুক চিতিয়ে সংসদে লড়াই করে। আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়। কোনও কথা বলে না। বলে, বাংলায় ১০০ দিনের কাজের টাকা দিয়ো না। যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো, টাকা দিয়ো না, তাঁকে আপনারা ভোট দেবেন? এঁরা বার বার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছে বাংলাকে টাকা দেবেন না।’’

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version