Saturday, August 23, 2025

আর্জি ভিত্তিহীন! খারিজ কেজরিওয়ালের জামিনের আবেদন, বড় অঙ্কের জরিমানা দিল্লি হাইকোর্টের

Date:

খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) জামিন (Bail) চেয়ে জনস্বার্থের আবেদন। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন চেয়ে একটি জনস্বার্থ আবেদন করা করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। সেই আর্জিতে কেজরিওয়ালকে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত জামিন মঞ্জুরের আবেদন করা হয়। তবে এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে বলে খবর। পাশাপাশি আবেদনকারীকে ৭৫ হাজার টাকা জরিমানাও করে আদালত সাফ জানিয়েছে, এই আর্জি একবারেই ভিত্তিহীন। এর সপক্ষে কোনও কারণ নেই।

আদালত এদিন আরও জানিয়েছে, আম আদমি পার্টির নেতা বর্তমানে আদালতেরই নির্দেশেই জেল হেফাজতে আছেন। বেঞ্চ বলেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার নামে এই আবেদনটি করেছেন আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র। তবে একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের অসাধারণ অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না। তবে আবেদনকারী বলেছেন, তিহার জেলে অসংখ্য দাগি অপরাধী সাজা কাটছে। তাদের মধ্যে বোমা বিস্ফোরণ, ধর্ষণ-খুন, ডাকাতির মামলার অপরাধীরাও আছে। এ রকম পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। সেকারণেই তাঁকে জামিন দেওয়া হোক।


অন্যদিকে, ইনসুলিন দেওয়া এবং ভিডিয়ো কলে প্রতিদিন চিকিৎসকের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হোক— এই আর্জি নিয়ে দিল্লির রাউজ় অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ, সোমবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version