মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন চ্যাহাল

নজির গড়লেন রাজস্থান রয়্যালসের তারকা বোলার যুজবেন্দ্র চ্যাহাল। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন যুজবেন্দ্র । বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সোমবার জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার মহম্মদ নবিকে আউট করে এই নজির গড়েন চ্যাহাল।

সোমবারের রাজস্থান-মুম্বই ম্যাচের আগে আইপিএলে যুজবেন্দ্রের উইকেট সংখ্যা ছিল ১৯৯টি। ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে তাঁর দরকার ছিল একটি উইকেট। এদিন মুম্বইয়ের অষ্টম ওভারে নবিকে আউট করে সেই মাইলফলক স্পর্শ করলেন চ্যাহাল। আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় চ্যাহালের পরই দ্বিতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার ব্র্যাভো। তিনি ১৮৩টি উইকেট নিয়েছেন ১৬১টি ম্যাচে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পীযূষ চাওলা। ১৮৬টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮১টি উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে ওপেনার হিসাবে এই দুই ক্রিকেটারের নাম বললেন মহারাজ, কারা তাঁরা?