Saturday, May 3, 2025

বাঙালি-রাজবংশী বিরোধী রাজু বিস্ত! দার্জিলিংয়ের প্রার্থীকে নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

Date:

Share post:

আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট দার্জিলিংয়ে (Darjeeling)। শেষ তিনটি লোকসভা নির্বাচনে (Loksabha Election) এই কেন্দ্রে জিতে আসছে বিজেপি (BJP)। কিন্তু প্রতিবারই প্রার্থী পরিবর্তন করে জিততে হয়েছে পদ্ম শিবিরকে। তবে অনেক টানাপোড়েনের পর এবার বিদায় সাংসদ রাজু বিস্তকে Raju Bist) প্রার্থী করেছে বিজেপি (BJP)।

আর লোকসভা ভোটগ্রহণের ঠিক আগে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই দু’বারের প্রাক্তন জেলা সভাপতি নৃপেন দাস। দার্জিলিংয়ের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নৃপেন দাসের সরাসরি অভিযোগ, “দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী বহিরাগত। তিনি প্রথম থেকেই প্রবলভাবে বাঙালি ও রাজবংশী বিরোধী। দলের এই প্রার্থী জাতপাতের রাজনীতি করার পাশাপাশি পাহাড়ের মানুষকেও পাঁচ বছর ধরে ঠকিয়ে আসছেন। তাঁদের সঙ্গে মিথ্যাচার করেছেন। পাহাড়ের মানুষের সমস্যা সমাধান না করে তা কৌশলে জিইয়ে রেখেছেন। যাতে ফের পাহাড়ের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চব্বিশের লোকসভা নির্বাচন উতরে যেতে পারেন।”

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির প্রাক্তন ওই সভাপতির আরও অভিযোগ, ২০১৯ সালে বিস্তা দার্জিলিংয়ের সাংসদ হওয়ার পর থেকে বাঙালি ও রাজবংশী ভাষাভাষির মানুষের জন্য একটি শব্দও খরচ করেননি। এঁদের জন্য উন্নয়নমূলক কোনও প্রকল্প হাতে নেননি।এমনকী উনি অন্যান্য ভাষায় কথা বললেও গত পাঁচ বছরে বাংলা কিংবা রাজবংশী ভাষায় কোনও বক্তব্য রাখেননি।

শুধু নৃপেনবাবু নন, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা অনেক আগে থেকেই ঘোষণা করে দেন, বহিরাগত কোনও প্রার্থীকে ফের টিকিট দেওয়া হলে তিনি নির্দল প্রার্থী হয়ে দলের বিরুদ্ধে লড়াই করবেন। বিস্তা প্রার্থী হওয়ায় তিনি নির্দল হিসেবে সেফ্টিপিন প্রতীক নিয়ে লড়ছেন। বিষ্ণুপ্রসাদ শর্মার পাশাপাশি দলের অন্যান্য পুরনো কর্মীদের বিক্ষোভের চোরাস্রোত সামাল দেওয়াও এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। সবমিলিয়ে রাজু বিস্তকে নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে বিজেপি। প্রার্থীকে নিয়ে এমন অসন্তোষে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব।

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...