এবার শাস্তি পেলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ককে শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে বিরাটের। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি করেন কোহলি। আর তাতেই প্রতিযোগিতার আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়েছে। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে কোহলিকে শাস্তি দেয় বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআই জানিয়েছে, আইপিএলের আচরণ বিধির ২.৮ ধারায় অভিযুক্ত কোহলি। তিনি লেভেল এক পর্যায়ের অপরাধ করেছেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা শুনানির জন্য ডেকে পাঠান কোহলিকে। বিরাট প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন। তাঁকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত, কেকেআর বনাম আরসিবি ম্যাচে। বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। ম্যাচের তৃতীয় ওভারে হর্ষিত রানার ফুল টস বিরাটের ব্যাটে লেগে ক্যাচ হয়ে যায়। যদিও কোহলির দাবি, বল কোমরের উপরে ছিল। ফলে নো বল হওয়া উচিত। কিন্তু রিপ্লে দেখেও আউটের সিদ্ধান্ত বজায় রাখেন আম্পায়াররা। তার পরেই রাগে ফেটে পড়েন বিরাট। রীতিমতো তর্ক জুড়ে দেন আম্পায়ারদের সঙ্গে। এমনকী ডাগ আউটে গিয়েও ঠান্ডা হতে পারেননি তিনি। ডাগ আউটে গিয়েও সতীর্থদের বলের উচ্চতা বোঝাতে দেখা যায় ক্ষুব্ধ বিরাটকে। ম্যাচের পরও আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে কথা হয় কোহলি ও ডু-প্লেসির।

আরও পড়ুন- ম্যাচ হেরেই শাস্তির মুখে দুই অধিনায়ক, করা হল জরিমানা
