Friday, August 22, 2025

দেবকে দেখেই “জয় শ্রীরাম” স্লোগান! এগিয়ে গিয়ে বিজেপি কর্মীকে বুকে টানলেন তৃণমূল প্রার্থী

Date:

আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় তিন আসনে ভোট গ্রহণ। তার আগে আজ, মঙ্গলবার সকালে রায়গঞ্জ ও বালুরঘাটে দলীয় প্রার্থীর প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে নামেন অভিনেতা তথা ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেব। বিমানবন্দর থেকে বাইরে আসতেই দেবকে দেখে “জয় শ্রীরাম” স্লোগান বিজেপির গুটিকয়েক সমর্থকের। তবে দেব তা দেখে বা শুনে একেবারেই বিচলিত হননি। বরং, হাসি মুখে ওই বিজেপি কর্মীর দিকে এগিয়ে যান। বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেন। একজনের সঙ্গে হাত মেলান। তৃণমূলের তারকা প্রচারক।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “জয় শ্রীরাম স্লোগান নিয়ে কোনও সমস্যা তাঁর নেই। রাম ভগবান , আমি নিজে দরগাতে যাই। অনেক মুসলিম সাঁইবাবায় যান। ভারতবাসীদের ধর্ম শেখাতে আসবেন না।” হাসি মুখে দেবের সংযোজন, “বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয়। আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না! এমন তো হতেই পারে না। দেব জানে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। রাগ অভিমানে নয়। ভালোবাসাতেও কাজ করা যায়।”

বালুরঘাট, রায়গঞ্জে প্রচারে আসা প্রসঙ্গে দেব বলেন, “মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন। এবারের প্রচার অনেক ভালো। ভালো সাড়া পাচ্ছি। ১৯ থেকে এবার অনেক ভালো ফল হবে। সিট বাড়বে । আমি দলের হয়ে চাইব, প্রথম তিনটি সিট তৃণমূলই জিতুক। তবে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব। চাইব তৃণমূল জিতুক। ২০১৯ সালের ভুলগুলো তৃণমূল এবার শুধরে নিয়েছে।”

নিজের কেন্দ্রে ঘাটাল নিয়েও আত্মবিশ্বাসী দেব। তাঁর কথায়, “একমাস বাকি রয়েছে নির্বাচনের। মানুষ যাকে বিশ্বাস করবে, তাকে ভোট দেবে।” হিরণের কথা শুনতেই দেবের কটাক্ষ “ও যত বেশি বলবে আমার লাভ। ও কথা বললেই ভোট বাড়বে তৃণমূলের।”

আরও পড়ুন- বাড়ল মমতা – অভিষেকের নিরাপত্তা, জনসভাতেও আঁটোসাঁটো নজরদারি

 

Related articles

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...
Exit mobile version