Saturday, November 15, 2025

স্কুলে কে কারা পড়াবে BJP না RSS? তীব্র কটাক্ষ মমতার, ‘বড় গদ্দার’কে তীব্র আক্রমণ

Date:

“স্কুলে এত মাস্টার কোথা থেকে আসবে? বাচ্চারা স্কুলে এসে বসে থাকবে? ওখানে বিজেপি, আরএসএস-এর লোকরা গিয়ে পড়াবে?” সোমবারের পরে মঙ্গলবারও হাইকোর্টের রায়ে ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে সরব হলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়ে দেন, সাধ্যমতো কেসটা লড়ব। মানুষের পাশে আছি।

চাকরি বাতিল প্রসঙ্গে মমতা চিন্তিত পঠনপাঠন নিয়ে। তীব্র কটাক্ষ করেন তিনি প্রশ্ন তোলেন, স্কুল থেকে শিক্ষক কোথা থেকে আসবে? BJP-র লোকেরা গিয়ে পড়াবে, না RSS পড়াবে?

এরপরই নাম না করে ‘গদ্দার’ শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে তৃণমূল (TMC) সুপ্রিমোর। বলেন, ”বোমা ফাটিয়েছে। অনেক বোমা বানাতে শিখেছিস না! ওই বোমা হজম হবে না। একদিন বুঝবি। বিজেপিতে থেকে দালালি করছিস কেন। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল! নামটা আমি বলব না। আমার ইশারাই কাফি। সব থেকে বড় পুকুর চুরি করেছে যে, তার নাম বড় গদ্দার। কোর্ট কী রায় দেবে জানলি কী করে? এতগুলো চাকরি খেয়ে নিয়ে নাসছিস। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে।”

এদিন, ভাতারের জনসভা থেকে রায় নিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ”সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কী বলবে, এই এক কলমের খোঁচায় বলব যে যাও সকলের চাকরি চলে গেল।” আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, ”যাঁদের চাকরি চলে গেল, তাঁরা যদি আত্মহত্যা করেন, সেটার দায়িত্ব কি বিচারপতিরা নেবেন?”

মমতার কথায়, ”আজকে বলুন তো, যাঁরা একতরফা রায় দিয়ে ২৬০০০ ছেলেমেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কী বললেন, বললেন যে এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ-সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যাঁরা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাঁদের ঘরের যদি কেউ হত!”

প্রশ্ন ছুড়ে মমতা বলেন, ”আপনার নিজের ছেলেমেয়ের চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবারও ভাবতেন না!” একইসঙ্গে চাকরিহারা প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”চিন্তা করবেন না। আমরা সাধ্যমতো কেসটা লড়ব। আমরা মানুষের পাশে আছি।”




Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version