Saturday, August 23, 2025

তীব্র গরমে বক্তৃতার মধ্যেই সংজ্ঞাহীন নীতীন! উদ্বেগ প্রকাশ করে সুস্থতা কামনা মমতার

Date:

প্রচারমঞ্চে বক্তৃতার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা নীতীন গড়কড়ি (Nitin Gadkari)। মহারাষ্ট্রের যবতমলে নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নীতীন। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেল নীতীনের সুস্থতা কামনা করে পোস্ট করেন তিনি। একই সঙ্গে তীব্র গরমে দীর্ঘদিন ধরে ভোট চলা নিয়েও উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।

দেশজুড়ে তীব্র গরম। অনেক রাজ্যে তাপপ্রবাহ। তার মধ্যেই তিনমাস ধরে চলছে লোকসভা নির্বাচন। ফলে প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। এই আবহে বুধবার মহারাষ্ট্রের যবতমলে নির্বাচনী প্রচার চলাকালীন মঞ্চে ভাষণ দিচ্ছিল নীতীন গড়কড়ি। সেই সময়েই হঠআৎ সংজ্ঞা হারান তিনি। ঘটনায় মঞ্চে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক শুশ্রষার পরেই জ্ঞান ফেরে কেন্দ্রীয় মন্ত্রীর। পরে নিজের এক্স হ্যান্ডেলে নীতীন লেখেন, ‘‌‘প্রচণ্ড গরমে আমার অস্বস্তি শুরু হয়। মহারাষ্ট্রের পুসাদে তীব্র গরমে শরীর খারাপ লাগে। তবে এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনাদের ভালবাসা ও শুভ কামনার জন্য ধন্যবাদ।‘‌‘

নীতীনের অসুস্থতার খবর শুনে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘‌‘বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নীতীন গড়কড়ির দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা প্রার্থনা করি।এই তীব্র গ্রীষ্মের প্রচণ্ড গরমে নির্বাচনী প্রচার সত্যিই অসহনীয়। আজ ২৪ এপ্রিল। আপনি ভাবতে পারেন, আমাদের ৭ দফার নির্বাচন ১ জুন পর্যন্ত চলবে?!!‘‌‘

এই তীব্র দহনে এতদিন ধরে নির্বাচন নিয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিনও সভা মঞ্চ থেকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপিকে সন্তুষ্ট করার জন্য গরমের মধ্যে তিনমাস ধরে নির্বাচন হচ্ছে! মমতার ক্ষোভ যে যথেষ্ট যুক্তিসঙ্গত এদিন নীতীনে অসুস্থতাই তার প্রমাণ।




Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version