আজ বোলপুর-বর্ধমানে জোড়া সভা মমতার, রঘুনাথগঞ্জ-জলঙ্গীতে প্রচার অভিষেকের

বুধবার দুই আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সারবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুপুরে বোলপুর (Bolepur)লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে বর্ধমান জেলার আউশগ্রামে জনসভা করবেন তিনি। সেখানে হাজির থাকতে পারেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। অন্যদিকে এরপরই মমতা একটি সভা করবেন গলসিতে। সেখানে বর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী কীর্তি আজাদের (Kirti Azad) হয়ে প্রচার করবেন তিনি।


অন্যদিকে, আজই মুর্শিদাবাদ জেলার দুই আসনের প্রার্থীর হয়ে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জে প্রচার করবেন তিনি। পরে মুর্শিদাবাদ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের হয়ে জলঙ্গিতে রোড-শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যে মমতা ও অভিষেকের প্রচারকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। তীব্র গরমকে উপেক্ষা করেই কর্মী সমর্থকদের উৎসাহ- উদ্দীপনা চোখে পড়ার মতো।

সাত দফার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে আগামী শুক্রবার। দেশের ৮৮টি আসনে হবে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে বাংলার তিনটি আসন— দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। নির্বাচন কমিশনের নিয়ম অনুয়ায়ী, এই তিন আসনের প্রচার শেষ হবে আজ বিকেল ৫টায়। তিন আসনেই তৃণমূল, বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেস জোটের প্রার্থী রয়েছে। এই তিন কেন্দ্রে শেষ দিনের প্রচারে কতটা ঝড় ওঠে সে দিকে নজর থাকবে।

Previous articleToday’s market price: আজকের বাজার দর
Next articleবুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রেকর্ড গরম! বৃষ্টি নিয়ে বড় আপডেট আলিপুরের