সলমন হামলায় ব্যবহৃত দ্বিতীয় বন্দুক উদ্ধার! পুলিশের হাতে আরও তথ্য

বাঙালির নববর্ষের সকালে খবরের শিরোনামে উঠে আসেন সলমন খান (Salman Khan)। দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxi Apartment) বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। এবার সেই ঘটনার তদন্তে দ্বিতীয় বন্দুক উদ্ধার করল পুলিশ। এর আগে তাপি নদী থেকে একটি বন্দুক মিলেছিল। এবার খবর, ওই জায়গা থেকেই উদ্ধার হয়েছে দ্বিতীয় বন্দুক, সঙ্গে তিন-তিনটি ম্যাগাজিন। যদিও বলিউডের ভাইজানের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সলমনের উপর হুমকি নতুন নয়। কিন্তু সেলিম পুত্র সেসবে আমল দিতে নারাজ। পয়লা বৈশাখের দিন আচমকাই সলমনের বাড়িতে গুলিবর্ষণের পরে ঘটনার তদন্তভার যায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত (২৪) ও সাগর পাল (২১) নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করে ভুজ পুলিশ।এদের জেরা করেই তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। ধৃতরা নাকি সুরাটে পালিয়ে যাওয়ার আগে নদীতে বন্দুক আর গুলি ফেলে দেন। সেই দুটি বন্দুকই এখন পুলিশের কাছে। উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনে কয়েক রাউন্ড বুলেট থাকার সম্ভাবনা রয়েছে।

 

Previous articleউদয়ন গুহের কাছে ৫ কোটি টাকা চেয়ে হুমকি চিঠি, মন্ত্রী বললেন “ভয় পাই না”!
Next articleআদালতের ভর্ৎসনার পর সংবাদপত্রে নিঃশর্ত ভাবে দ্বিতীয় ক্ষমাপত্র ছাপালেন রামদেব