Saturday, November 15, 2025

শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে তিন কেন্দ্রে নির্বাচন! সতর্ক কমিশন, থাকছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

Date:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী শুক্রবার রাজ্যের ৩ আসনে ভোট নেওয়া হবে। ওই তিন কেন্দ্র মিলিয়ে মোট ৫১ লক্ষ ৩২ হাজার ৪১৩ জন ভোটদাতা মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। যার মধ্যে ৪৪ জন পুরুষ এবং তিনজন মহিলা প্রার্থী।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ১৪ জন প্রার্থী ভোটে লড়ছেন। যার মধ্যে পুরুষ প্রার্থী ১২ জন এবং মহিলা দুজন। রায়গঞ্জ লোকসভা আসনে মোট প্রার্থী রয়েছেন, যার মধ্যে একজন মহিলা। বালুরঘাট লোকসভা আসনে ১৩ জন প্রার্থী রয়েছেন তাঁরা প্রত্যেকে পুরুষ প্রার্থী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় দফায় ৯৮% ভোটগ্রহণ কেন্দ্র কে ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই সঙ্গে ভোটের দিন কোনো গণ্ডগোল হলে চটজলদি ব্যবস্থা গ্রহণ এর জন্য থাকবে ২৭০কোম্পানি কুইক রেসপন্স টিম। এ ছাড়াও থাকবে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশ।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোতায়েন করা হচ্ছে ৭৩ কোম্পানি বাহিনী। থাকছে ৭৩টি কুইক রেসপন্স টিম।দার্জিলিঙে রাখা হচ্ছে মোট ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম। কালিম্পঙে মোতায়েন করা হবে ১৬ কোম্পানি বাহিনী ও ১৫টি কিউআরটি। এছাড়া সমতলে অর্থাৎ শিলিগুড়ি এলাকায় মোতায়েন করা হচ্ছে ২১টি কোম্পানি বাহিনী এবং ২১টি কিউআরটি। উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে মোট ১১১ কোম্পানি বাহিনী। তার মধ্য়ে ইসলামপুরে রাখা হচ্ছে ৫১ কোম্পানি বাহিনী এবং রায়গঞ্জে রাখা হচ্ছে ৬০ কোম্পানি বাহিনী। সঙ্গে ইসলামপুরের জন্য ৫১টি কিউআরটি ও রায়গঞ্জে ৬০টি কিউআরটি রাখা হচ্ছে।

আরও পড়ুন- ৯ মে থেকে শুরু হজযাত্রা, স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডায়মন্ড হারবারে ভ্যাকসিনেশন ক্যাম্প

এর পাশাপাশি যে তিন আসনে ভোট হয়ে গিয়েছে, সেখানেও রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে একই সঙ্গে সমস্ত বুথ থেকে ওয়েব কাস্টিং করা হবে। দার্জিলিং পার্বত্য এলাকার দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছানোর জন্য ভোটের দু’দিন আগে আজকেই ভোট কর্মীরা রওনা হয়েছেন।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version