Thursday, August 28, 2025

শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে তিন কেন্দ্রে নির্বাচন! সতর্ক কমিশন, থাকছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

Date:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী শুক্রবার রাজ্যের ৩ আসনে ভোট নেওয়া হবে। ওই তিন কেন্দ্র মিলিয়ে মোট ৫১ লক্ষ ৩২ হাজার ৪১৩ জন ভোটদাতা মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। যার মধ্যে ৪৪ জন পুরুষ এবং তিনজন মহিলা প্রার্থী।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ১৪ জন প্রার্থী ভোটে লড়ছেন। যার মধ্যে পুরুষ প্রার্থী ১২ জন এবং মহিলা দুজন। রায়গঞ্জ লোকসভা আসনে মোট প্রার্থী রয়েছেন, যার মধ্যে একজন মহিলা। বালুরঘাট লোকসভা আসনে ১৩ জন প্রার্থী রয়েছেন তাঁরা প্রত্যেকে পুরুষ প্রার্থী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় দফায় ৯৮% ভোটগ্রহণ কেন্দ্র কে ক্রিটিকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই সঙ্গে ভোটের দিন কোনো গণ্ডগোল হলে চটজলদি ব্যবস্থা গ্রহণ এর জন্য থাকবে ২৭০কোম্পানি কুইক রেসপন্স টিম। এ ছাড়াও থাকবে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশ।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোতায়েন করা হচ্ছে ৭৩ কোম্পানি বাহিনী। থাকছে ৭৩টি কুইক রেসপন্স টিম।দার্জিলিঙে রাখা হচ্ছে মোট ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম। কালিম্পঙে মোতায়েন করা হবে ১৬ কোম্পানি বাহিনী ও ১৫টি কিউআরটি। এছাড়া সমতলে অর্থাৎ শিলিগুড়ি এলাকায় মোতায়েন করা হচ্ছে ২১টি কোম্পানি বাহিনী এবং ২১টি কিউআরটি। উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে মোট ১১১ কোম্পানি বাহিনী। তার মধ্য়ে ইসলামপুরে রাখা হচ্ছে ৫১ কোম্পানি বাহিনী এবং রায়গঞ্জে রাখা হচ্ছে ৬০ কোম্পানি বাহিনী। সঙ্গে ইসলামপুরের জন্য ৫১টি কিউআরটি ও রায়গঞ্জে ৬০টি কিউআরটি রাখা হচ্ছে।

আরও পড়ুন- ৯ মে থেকে শুরু হজযাত্রা, স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডায়মন্ড হারবারে ভ্যাকসিনেশন ক্যাম্প

এর পাশাপাশি যে তিন আসনে ভোট হয়ে গিয়েছে, সেখানেও রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে একই সঙ্গে সমস্ত বুথ থেকে ওয়েব কাস্টিং করা হবে। দার্জিলিং পার্বত্য এলাকার দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছানোর জন্য ভোটের দু’দিন আগে আজকেই ভোট কর্মীরা রওনা হয়েছেন।

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version