Monday, August 25, 2025

ভিভিপ্যাট ও ইভিএমের হিসেব মেলানো নিয়ে বড় সিদ্ধান্তের পথে শীর্ষ আদালত!

Date:

Share post:

স্বচ্ছ ভাবে ভোট পরিচালনা করতে ভিভিপ্যাট ও ইভিএমের (VV Pad & EVM Machine)হিসেব মেলানো কি বাধ্যতামূলক? বুধেই বড় সিদ্ধান্ত। বিরোধীদের দাবি ছিল এই দুই যন্ত্রের পরিসংখ্যান মিলিয়ে নেওয়া প্রয়োজন। উল্টোদিকে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়েছিল এই প্রক্রিয়া ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবকে ব্যালটের জমানায় ফিরিয়ে নিয়ে যাবে। আর কিছুক্ষণেই এই মামলার রায় ঘোষণা করবে শীর্ষ আদালতের (Supreme Court) ডিভিশন বেঞ্চ।

ঠিক কী কাজ করে ভিভিপ্যাট? ইভিএমে ভোট দেওয়ার পর সেই ভোট সঠিক জায়গায় পড়ল কি না তা দেখিয়ে দেয় ভিভিপ্যাট। ভোট দেওয়ার মাত্র ৭ সেকেন্ডের মধ্যে প্রার্থীর নাম প্রতীক সহ একটি কাগজ বেরিয়ে আসে মেশিন থেকে। তবে সেই কাগজ প্রার্থীদের হাতে যায় না। অন্য এক জায়গায় জমা পড়ে। এতদিন প্রতিটি এলাকা থেকে যেকোনও পাঁচটি বুথ বেছে নিয়ে সেখানে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজের হিসাব মিলিয়ে দেখার নিয়ম ছিল। কিন্তু হিসাবের গরমিলের অভিযোগ তুলে বিরোধীদের দাবি ছিল, প্রতিটি বুথেই এই কাগজ এবং ইভিএমের ভোট মিলিয়ে দেখতে হবে। বছরখানেক ধরে চলতে থাকা এই মামলার রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্ট কমিশনের কাছে৩ প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল বলে আদালত সূত্রে খবর।

প্রথমত: সমস্ত ভিভিপ্যাটেই কি মাইক্রোকন্ট্রোলার ইনস্টল করা আছে?
দ্বিতীয়ত: এই মাইক্রো কন্ট্রোলারকে কি এক বারই প্রোগ্রাম করা যায়?
তৃতীয়ত: নির্বাচন কমিশনের কাছে কতগুলি সিম্বল লোডিং ইউনিট রয়েছে?

পাশাপাশি নির্বাচনী হলফনামা জমা দেওয়ার সময় ৩০ দিন। আর সমস্ত রেকর্ড ৪৫ দিন পর্যন্ত মজুত করা থাকে। এই ভ্রম সংশোধন করা দরকার বলেও জানিয়েছে আদালত। সকালেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ কমিশনের এক আধিকারিককে ডেকে পাঠিয়েছিল বলে খবর।

 

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...