Sunday, August 24, 2025

এক বছরেই ৩ গুণ আয় বৃদ্ধি বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরের!

Date:

বীরভূমের বিজেপি প্রার্থী তথা স্বেচ্ছাবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরের সম্পত্তির পরিমাণ কার্যত আকাশ ছোঁয়া!মাত্র এক বছরে ৩ গুণ আয় বৃদ্ধি! শেষ অর্থবর্ষে দেবাশিস ধরের সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় তিন গুণ। ৮ লক্ষ টাকা থেকে আয় বেড়ে হয়েছে ২৫ লক্ষ টাকা।

প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী দেবাশিস ধর ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১০ লক্ষ ৩৮ হাজার ১১০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৯ হাজার ৩২৮ টাকা। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তিনি রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৮ হাজার ৩৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তার রোজগারের পরিমাণ ৮ লক্ষ ৮৯ হাজার ৫৩১ টাকা এবং ২০২৩-২৪ অর্থবর্ষে তার রোজগার হয়েছে ২৫ লক্ষ ৬৮ হাজার ৪১১ টাকা।

দেবাশিস ধরের ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। পাশাপাশি এনএসসি সহ বিভিন্ন বিমা প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। তার নামে ৭০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়না রয়েছে। নগদ, সেভিংস, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, আর এই সমস্ত কিছু মিলিয়ে তার কাছে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৮৫ লক্ষ ২৪ হাজার ৩৩৮.৩৩ টাকা।

এখন যদি স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নিজের নামে কোথাও কোনওরকম চাষযোগ্য অথবা চাষঅযোগ্য জমি নেই। তবে তার নামে রয়েছে দুটি বাড়ি। ওই দুটি বাড়ির বর্তমান মূল্য হিসেবে দেবাশিস ধরের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৫ লক্ষ টাকা। বিজেপি প্রার্থীর নামে কোনও লোন নেই বলেই হলফনামায় দাবি করা হয়েছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন চারজন নিরীহ গ্রামবাসী। সেই সময় জেলার পুলিশ সুপার ছিলেন এই দেবাশিস ধর। তারপর এই ঘটনার তদন্তে একাধিকবার সিআইডি তদন্তের মুখোমুখি হতে হয়েছিল এই আইপিএসকে! তিনি সাসপেন্ডও হয়েছিলেন। অবশেষে স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির টিকিটে বীরভূম থেকে ভোটে দাঁড়িয়েছেন দেবাশিস ধর।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version