কাশ্মীর উপত্যকায় উত্তেজনা: ভোটের মাঝেই সেনা-জঙ্গির সংঘর্ষে নিকেশ এক জঙ্গি!

দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের আগেই শিরোনামে ভূস্বর্গের সংঘর্ষ। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের সোপোরে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয় (Army-militants clash in Jammu and Kashmir’s Sopore)। জঙ্গিদের ঘাঁটিতেই হানা দেয় নিরাপত্তা বাহিনী। ঘণ্টাখানেক গুলির লড়াই চলার পর এনকাউন্টারে এক জঙ্গি (Terrorist killed in encounter) খতম হয়েছে বলে খবর মিলেছে।

সেনা সূত্রে জানা যায়, সোপোর জেলার নাওপোরায় লস্কর-ই-তৈবার এক শীর্ষ কম্যান্ডার ও সঙ্গীরা গোপন ঘাঁটি গেড়েছে বলে তাদের কাছে খবর আসে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালায়। জঙ্গিরাও পিছন থেকে পাল্টা আক্রমণ করে। এনকাউন্টারে এক জঙ্গির পাশাপাশি স্থানীয় এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার জম্মু-কাশ্মীরে একটি আসনে ভোট। নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিলেন বলে ভারতীয় সেনার অনুমান। গোটা এলাকায় এখনও তল্লাশি চালানো হচ্ছে।