Thursday, August 21, 2025

“গুরু” অশোকে দেখে ছুটে গেলেন “শিষ্য” শঙ্কর!শিলিগুড়িতে বাম-রাম সৌজন্য!

Date:

Share post:

আজ, শুক্রবার চলতি লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে বাংলায়। তীব্র গরমের মধ্যেই চলছে তিন কেন্দ্রে ভোট গ্রহণ। আর দার্জিলিংয়ে ভোট মানেই সকলের নজর থাকে সমতলের শিলিগুড়িতে। কারণ, এই শিলিগুড়ি বহু রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী। এদিন ফের একফ্রেমে চলে এলেন শিলিগুড়ির একদা গুরু–শিষ্য।

এদিন সকালেই ভোট দিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বুথের অদূরেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একুশের বিধানসভা ভোটের আগে যিনি অশোক ভট্টাচার্যর ছায়াসঙ্গী বলেই পরিচিত ছিলেন।

এদিন ভোট দিতে আসার আচমকা রাস্তায় হোঁচট খান অশোক ভট্টাচার্য। চোখে পড়তেই তড়িঘড়ি এগিয়ে আসেন শঙ্কর। আর পাশে দাঁড়িয়ে অশোকবাবুকে জিজ্ঞেস করেন, “আপনার লাগেনি তো?”একদা শিষ্যকে গুরুর জবাব, “না লাগেনি।’”

শঙ্কর ঘোষ বিজেপিতে নাম লিখিয়ে বিধায়ক হয়ে গেলেও অশোক ভট্টাচার্যের হৃদয়ে রয়ে গিয়েছেন। আজ তাই গুরুকে হোঁচট খেতে দেখে এগিয়ে এলেন শঙ্কর। অশোক ভট্টাচার্যের কাছে আজকের ঘটনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “ও ওর জন্য দাঁড়িয়েছে। আমি আমার জন্য ভোট দিতে যাচ্ছি। তার মধ্যে কী আছে। এখন আর গুরু–শিষ্য নেই। ওসব তো আগে ছিল। তবে মনে রেখেছে এটা ভাল।”

অন্যদিকে,বিজেপি বিধায়ক বলেন, “ওঁর সঙ্গে আমার ছোটবেলা থেকে স্মৃতি জড়িয়ে আছে। উনি তো আমার অভিভাবক। আগে যতটা ছিল, এখনও ততটাই সম্মান–শ্রদ্ধা আছে। আমি ওঁকে ভালবাসি। কাস্তে–হাতুড়ি–তারাকে এখন হাতের জন্য পোলিং এজেন্ট খুঁজে বসাতে হচ্ছে। আমি তো ওঁর শিষ্য। আমি সবসময় বলি উনি আমার রাজনৈতিক শিক্ষক ছিলেন।”




 

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...