Wednesday, August 20, 2025

দার্জিলিং- রায়গঞ্জে ৩২ শতাংশ ভোট, অশান্তির জেরে পিছিয়ে পড়ল বালুরঘাট!

Date:

রাজনৈতিকভাবে পরাজয়ের আঁচ পেয়ে সকাল থেকেই বালুরঘাটে গন্ডগোল পাকানোর চেষ্টা করে চলেছেন বিজেপি প্রার্থী সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya)। কখনও তৃণমূল কর্মী (TMC) সমর্থকদের উপরে চড়াও হচ্ছেন আবার কখনও কমিশনের কাছে গিয়ে নালিশ করছেন। এমনটাই অভিযোগ করছেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিক্ষিপ্ত অশান্তি আর সাময়িক উত্তেজনা ছবিও ধরা পড়েছে বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রে। যার সার্বিক প্রভাব পড়ল ভোটদানের হারে। যেখানে সকাল ১১ টা পর্যন্ত দার্জিলিং ও রায়গঞ্জে যথাক্রমে ৩২.৭৫ এবং ৩২.৫১ শতাংশ ভোট পড়ল সেখানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বালুরঘাট। নির্বাচন কমিশনে (EC) দেওয়ার তথ্য অনুযায়ী ভোট শুরু হবার ৪ ঘন্টা পরে এখানে মোটদানের সার্বিক হার ২৮.১১ শতাংশ ।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে সকাল থেকেই ইভিএম বিভ্রাটের খবর মিলেছে। বেলা ১১টা পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ২৯০ টি। NGRS-এ এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২৪১টি। সবচেয়ে বেশি অভিযোগ রায়গঞ্জে। ১২৩ টি কমপ্লেন হয়েছে সেখান থেকে। বালুরঘাট থেকে ৯২টি ও দার্জিলিং থেকে ২৬ টি অভিযোগ জমা পড়েছে। সিভিজিল অ্যাপে মোট ২৩টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে রায়গঞ্জ থেকে ১১ টি, দার্জিলিং থেকে ৬ ও বালুরঘাট থেকে ৬ টি। CMS পোর্টালে মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে দার্জিলিং থেকে ১১ টি, রায়গঞ্জ থেকে ৭ টি ও বালুরঘাট থেকে ৮ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিজেপির থেকে ১৪টি এবং তৃণমূলের থেকে ২ টি অভিযোগ জমা পড়েছে বলে কমিশন সূত্রে খবর।

 

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version