Monday, August 11, 2025

রবীন্দ্রনাথ-অমর্ত্যকে ‘উৎখাত’! বাংলা বিরোধীদের মুখোশ খুললেন অভিষেক

Date:

বাংলা বিরোধী একাধিক নিদর্শন বিজেপি নেতারা বাংলায় এসে বারবার দিয়েছেন। নির্বাচনী প্রচার থেকে সেই সব নিদর্শন তৃণমূল নেতৃত্ব রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন। এই বাংলা বিরোধী বিজেপির একাধিক নিদর্শন বীরভূম জেলাতেই রয়েছে। শনিবার বীরভূমের দুরবরাজপুরে নির্বাচনী জনসভা থেকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের অপমানের উদাহরণ তুলে ধরে বিজেপির বাংলা বিরোধী মনোভাবকে কটাক্ষ করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৩ সালে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেসকো। ঘোষণার পরই তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে ফলক বসিয়ে ঘোষণা করে দেন এই স্বীকৃতির কথা। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই ফলক থেকে বাদ পড়ে শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বদলে সেখানে জায়গা পায় নরেন্দ্র মোদির নাম, শুধুমাত্র আচার্য হিসাবে তাঁর নাম ফলকে তুলে দেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

শনিবার দুবরাজপুরের নির্বাচনী প্রচার থেকে কেন্দ্রের সরকারের বাংলা বিরোধী মনোভাবকে তুলোধনা করে অভিষেক বলেন, “বীরভূমের লালমাটির জেলা বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই মাটিকে কীভাবে বিজেপির সরকার কলুসিত কালিমালিপ্ত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে যে শান্তিনিকেতনকে আজ সারা বিশ্বের মানুষ চেনে সেই শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই বিজেপির সরকার, দেশবিরোধী জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার।”

সেই সঙ্গে তিনি নোবেলজয়ী অমর্ত্য সেনকে বিশ্বভারতীর অপমান নিয়েও বিজেপি সরকারের মুখোশ খুলে দেন। তিনি বলেন, “অমর্ত্য সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, তাঁকে তাঁর বাড়ি থেকে উৎখাত করার জন্য নোটিশ দিয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তাঁর বাড়িতে, তাঁর হাতে তাঁর জমির দলিল তুলে দিয়েছেন যে, তাঁর জায়গার প্রতি তাঁর পূর্ণ অধিকার রয়েছে।” সেখানেই তিনি দাবি করেন, ” এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি।”

Related articles

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...
Exit mobile version