Friday, November 14, 2025

মে দিবসে সোনাগাছি বন্ধ রাখার সিদ্ধান্ত, ফের উঠবে শ্রমিকের মর্যাদার দাবি

Date:

শ্রমিকের দাবিতে যৌনকর্মীদের দাবি দীর্ঘদিনের। এবার শ্রমিক দিবসে সোনাগাছি (Sonagachi) বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সেখানকার যৌনকর্মীরা। মে দিবসে সেখানে ব্যবস্থা বন্ধ রাখা হবে বলে দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

একসঙ্গে ৩০ এপ্রিল বিকেল চারটে থেকে একটি জমায়েতের কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে সোনাগাছি ছাড়াও শহরের অন্যান্য জায়গার যৌনকর্মীরাও উপস্থিত থাকবেন। সেই জমায়েত থেকেই নিজেদের দাবি জানাবেন তাঁরা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক শহরের যৌনকর্মীদের যে সব শ্রমিক সংগঠন তার কোনও সরকারি স্বীকৃতি নেই। রেজিস্ট্রেশন নম্বরও নেই। বিশাখা লস্করের কথায়, দেহ ব‌্যবসায়ীরাও শ্রমিক। কিন্তু তাঁরা শ্রমিকের মর্যাদা পান না। তাঁদের দাবি, অবিলম্বে সব যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নিজেদের সংগঠনের সরকারি রেজিস্ট্রেশন নম্বরের দাবি যৌনকর্মীদের। এবছর আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোনাগাছির (Sonagachi) স্লোগান, “গতর খাটিয়ে খাই। শ্রমিকের অধিকার চাই।”

৩০ এপ্রিলের জমায়েত থেকে যৌনকর্মীরা আওয়াজ তুলবেন,
রেশন কার্ড, ভোটার কার্ডে যৌনকর্মীদের বাড়ির ঠিকানা দিতে বাধ‌্য করা যাবে না। তাঁদেরকে ঠিকানা গোপন রাখার অনুমতি দিতে হবে।
গ্রাহক আর যৌনকর্মীর মধ্যে সম্মতির সহবাস হলে তাতে পুলিশ নাক গলাতে পারবে না। ২০২২ সালের ১৯ মে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়, স্বেচ্ছায় কেউ দেহ ব্যবসায় যুক্ত হলে সেক্ষেত্রে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। কিন্তু শীর্ষ আদালতের রায় কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ যৌনকর্মীদের। সেই নির্দেশ কার্যকর করার দাবিও জানান তাঁরা।




Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version