Wednesday, November 12, 2025

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত, সৃজনের প্রচারে সরব বৃন্দা কারাট

Date:

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন সিপিএম নেত্রী? বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক মেরুকরণ করছে। সংস্কৃতির উপর হামলা করছে। বিজেপির বিকল্প কোনওদিন হতে পারে না। এ রাজ্যে বিকল্প একমাত্র বাম ও কংগ্রেস জোট। দমদমে বদলের হাওয়া। মানুষ রুখতে চায়। মানুষ বদল করতে চায়।শনিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত সায়রা শাহ হালিমের সমর্থনে মহা মিছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের।মিছিলে আছেন বৃন্দা কারাট, বিমান বসু, ঐশী ঘোষ সহ নেতৃত্ব। অন্যদিকে যাদবপুর থেকে নেতাজি নগর পর্যন্ত মহা মিছিল হয় সৃজনের সমর্থনে। অভিনেত্রী উষসী চক্রবর্তী সৃজনের সমর্থনে মিছিলে পা মেলান।
শহরের এই দুই মিছিলে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কম বয়সীদের বিপুল অংশগ্রহণ মিছিলে বাড়তি মাত্রা যোগ করে। বৃন্দা বলেন, ‘আমার মনে হয় লোকসভায় সৃজনের মতো যুবদের দরকার। এটা কোনও সাধারণ নির্বাচন নয়। এটা সংবিধান বাঁচানোর নির্বাচন।অভিনেত্রী ঊষশী চক্রবর্তী জানিয়েছেন, বামেদের প্রার্থীরাও এক একজন তারকা। সেই কারণে আলাদা করে তারকা নিয়ে এসে প্রচারের দরকার নেই। মানুষ সাড়া দিচ্ছে। দমদমে সুজন চক্রবর্তী এবার জিতবেন। সেই আশা এবার করছেন ঊষশী।

এরই পাশাপাশি, রবিবার সকালে দমদমে প্রচারে প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে। মানুষ এবার বদলের পক্ষেই মতামত দেবেন। এই দাবি করছেন দমদমে বাম প্রার্থী সুজন চক্রবর্তী। মানুষকে তিনি ভরসা করতে আহ্বান করেছেন। দমদম স্টেশনের সামনে থেকে এদিন সুবিশাল মিছিল বার হয়। বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয় ওই মিছিল। কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস কর্মী – সমর্থককেও প্রচারে সামিল হতে দেখা যায়। দীর্ঘ দিন পর দমদম আবার বাম দুর্গে পরিণত হবে। এমনই আশা করছেন বাম কর্মী- সমর্থকরা৷




 

Related articles

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...
Exit mobile version