Saturday, August 23, 2025

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত, সৃজনের প্রচারে সরব বৃন্দা কারাট

Date:

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন সিপিএম নেত্রী? বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক মেরুকরণ করছে। সংস্কৃতির উপর হামলা করছে। বিজেপির বিকল্প কোনওদিন হতে পারে না। এ রাজ্যে বিকল্প একমাত্র বাম ও কংগ্রেস জোট। দমদমে বদলের হাওয়া। মানুষ রুখতে চায়। মানুষ বদল করতে চায়।শনিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত সায়রা শাহ হালিমের সমর্থনে মহা মিছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের।মিছিলে আছেন বৃন্দা কারাট, বিমান বসু, ঐশী ঘোষ সহ নেতৃত্ব। অন্যদিকে যাদবপুর থেকে নেতাজি নগর পর্যন্ত মহা মিছিল হয় সৃজনের সমর্থনে। অভিনেত্রী উষসী চক্রবর্তী সৃজনের সমর্থনে মিছিলে পা মেলান।
শহরের এই দুই মিছিলে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কম বয়সীদের বিপুল অংশগ্রহণ মিছিলে বাড়তি মাত্রা যোগ করে। বৃন্দা বলেন, ‘আমার মনে হয় লোকসভায় সৃজনের মতো যুবদের দরকার। এটা কোনও সাধারণ নির্বাচন নয়। এটা সংবিধান বাঁচানোর নির্বাচন।অভিনেত্রী ঊষশী চক্রবর্তী জানিয়েছেন, বামেদের প্রার্থীরাও এক একজন তারকা। সেই কারণে আলাদা করে তারকা নিয়ে এসে প্রচারের দরকার নেই। মানুষ সাড়া দিচ্ছে। দমদমে সুজন চক্রবর্তী এবার জিতবেন। সেই আশা এবার করছেন ঊষশী।

এরই পাশাপাশি, রবিবার সকালে দমদমে প্রচারে প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে। মানুষ এবার বদলের পক্ষেই মতামত দেবেন। এই দাবি করছেন দমদমে বাম প্রার্থী সুজন চক্রবর্তী। মানুষকে তিনি ভরসা করতে আহ্বান করেছেন। দমদম স্টেশনের সামনে থেকে এদিন সুবিশাল মিছিল বার হয়। বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয় ওই মিছিল। কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস কর্মী – সমর্থককেও প্রচারে সামিল হতে দেখা যায়। দীর্ঘ দিন পর দমদম আবার বাম দুর্গে পরিণত হবে। এমনই আশা করছেন বাম কর্মী- সমর্থকরা৷




 

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...
Exit mobile version