Monday, August 25, 2025

উত্তপ্ত বাগুইআটি (Baguiati) , রাতভর চলল ইট বৃষ্টি। তৃণমূল কর্মী খুনের (TMC worker’ death) ঘটনায় উত্তেজনা বাগুইআটির অর্জুনপুর (Arjunpur) এলাকার পশ্চিমপাড়ায়। স্থানীয়রা বলছেন শনিবার রাত থেকেই গন্ডগোলের সূত্রপাত। হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি এবং ইট বৃষ্টির জেরে কিছুটা হকচকিয়ে যান এলাকাবাসী। প্রাথমিক অনুমান অর্জুনপুর এলাকার কিছু মদ্যপ নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করলে ইটের আঘাতে মাথায় চোট পান তৃণমূল কর্মী সঞ্জীব দাস (Sanjib Das) ওরফে পটলা। এরপর তিনি রাস্তায় পড়ে গেলে তাঁকে কিল-চড়-লাথি-ঘুষি মারা হয় বলেও অভিযোগ। এমনকি, লাঠি দিয়েও পেটানো হয়েছে বলে দাবি সঞ্জীবের পরিবারের। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে (TMC worker) আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হলেও রাতে তাঁর মৃত্যু সংবাদ আসে। এরপরই স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। তৃণমূল কর্মীর মৃত্যুর খবর আসতেই স্থানীয়েরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশকে ঘিরেই বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিয়ে এলাকায় র‌্যাফ নামাতে হয়। রবিবার সকালেও উত্তেজনা রয়েছে।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version